প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণার মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগে সব দোদুল্যমানতা কেটে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পাঠ এবং জাতির উদ্দেশে ভাষণ নিয়ে প্রতিক্রিয়ায় এমন মন্তব্য তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণার মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগে সব দোদুল্যমানতা কেটে যাবে। এই ঘোষণার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কোনো অনিশ্চয়তা থাকবে না।
তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, তার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। সারা জাতি অপেক্ষা করছিল।’
বিএনপির এ নেতা বলেন, নির্বাচন অনুষ্ঠান নিয়ে অনেকের মনে যে দোদুল্যমানতা ছিল, সেটা রইল না। সারা জাতি এখন নির্বাচনমুখী পরিবেশের মধ্যদিয়ে যাবে, নির্বাচনী আবহ সৃষ্টি হবে।
সালাহউদ্দিন বলেন, ‘আগামী দিনের নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে একটি প্রশংসিত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করি। এ লক্ষ্যে জনগণকে প্রস্তুতি নেয়ার জন্য আমাদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি।’