সেকেন্ড রিপাবলিক কী, আমি বুঝি না : মাসুদ কামাল

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, ‘সেকেন্ড রিপাবলিক’ জিনিসটা আমি ঠিক বুঝি না। তবে ‘নতুন সংবিধান’ বলতে কিছুটা বুঝি। নতুন সংবিধান প্রণয়নের জন্য একটা কমিশন গঠিত হয়েছে, তারা কিছু প্রস্তাবও দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো—নতুন সংবিধান মানে কী? আগের সংবিধান পুরোপুরি বাদ দিলে তবেই তো একে ‘নতুন’ বলা যাবে।

আর যদি আগের সংবিধানের কিছু অংশ রেখে দেন তাহলে সেটা তো ‘সংশোধিত সংবিধান’ হবে, নতুন নয়। আমি আসলে সংশোধিত সংবিধানের পক্ষে এ নিয়ে আমার কোনো আপত্তি নেই। তবে ‘সেকেন্ড রিপাবলিক’—এই কথাটার মানে আমি বুঝি না। উনারা মেধাবী মানুষ, নিশ্চয়ই বুঝতে পারবেন কিন্তু আমি তো একেবারে সাধারণ মানুষ—এটা আমার বোধগম্য নয়।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে টক শো অনুষ্ঠানে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মাসুদ কামাল বলেন, ‘বিচারব্যবস্থার ওপর কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। একটা পুরনো প্রবাদ আছে—গ্রামে কেউ যদি নিজেকে ধার্মিক বলে তাহলে সেটা কেবল কথায় না, আচরণে বোঝা যায়। তার জীবনযাপন, তার ব্যবহার থেকেই মানুষ বোঝে সে সত্যিকারের ধার্মিক কি না।

 ঠিক তেমনি যদি এনসিপি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের কথা বলে তাহলে তাদের নিজেদের আচরণেই সেটা আগে প্রতিফলিত হওয়া দরকার। কিন্তু আমরা কি সেই ন্যায়ভিত্তিক আচরণের বাস্তব প্রতিফলন এনসিপির মধ্যে দেখতে পাচ্ছি? আমি অন্তত এখনো তা দেখি না। তাই আমার প্রশ্ন থেকেই যাচ্ছে—যারা নিজেরাই এর চর্চা করছে না তারা কিভাবে সেটা কায়েম করবে?’

এনসিপির দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘দুর্নীতি দমন করতে হবে—এটা খুব সহজ কথা কিন্তু বাস্তবে কি সেটা হচ্ছে? গত তিন মাসে যেসব দুর্নীতির খবর মিডিয়ায় এসেছে তার বেশির ভাগই এসেছে বিএনপি বা এনসিপি সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এনসিপির নামেই প্রতিদিন দুর্নীতির অভিযোগ উঠে আসছে।

 কেউ কার কাছ থেকে কত টাকা চেক নিয়েছে, কোথা থেকে টাকা এসেছে—এসব নিয়েই সংবাদ হচ্ছে। 

তারপর নারীর অধিকার নিয়ে বড় বড় কথা বলা হচ্ছে। কিন্তু গত কয়েক মাসে যত রাজনৈতিক নেতার বিরুদ্ধে নারীদের অপমান, হয়রানি বা হেনস্তার অভিযোগ উঠেছে, তার প্রায় সবটাই এসেছে এনসিপির লোকজনের বিরুদ্ধে। তাহলে প্রশ্ন হলো, এসবের চিকিৎসা কী? সমাধান কোথায়।’

মাসুদ কামাল বলেন, ‘২৪ দফা আমার কাছে খারাপ না বরং ভালোই লেগেছে। এই ইশতেহারটা আসলে তাদের আরো আগেই দেওয়া উচিত ছিল। সাধারণত বাংলাদেশে ইশতেহার নির্বাচনকেন্দ্রিক হয় এবং তখন একে নির্বাচনী ইশতেহার বলা হয়। তবে তারা যখন প্রথম দল গঠন করল তখন কোনো গঠনতন্ত্র ঘোষণা করেনি। অথচ একটা রাজনৈতিক দল গঠনতন্ত্রের ভিত্তিতেই চলা উচিত।

 সম্ভবত অভিজ্ঞতার অভাব কিংবা কম বয়স হওয়ার কারণে তারা জানত না শুরুতে কী করতে হয়। এর মাঝেই তারা নানা বিতর্কে জড়িয়ে পড়ে। তবে এখন যখন তারা ইশতেহার দিয়েছে, আমি এতে অসন্তুষ্ট না—বরং বলা যায়, খুশি। কারণ, এই ২৪ দফাকে আলাদা করে উল্লেখ করা এবং সবগুলোকে একত্র করে উপস্থাপন করাটাও একটি বড় পরিশ্রমের কাজ। এই প্রক্রিয়ায় তারা দলীয়ভাবে আলোচনা করেছে, মতবিনিময় করেছে—এটাও ইতিবাচক। কোনো কিছু নিয়ে যখন আলোচনা হয়, তখন সেটি ধীরে ধীরে একটা রূপ নেয়। এই আলোচনার মধ্য দিয়ে তাদের মধ্যেও কিছু পরিবর্তন আসবে—এটা স্বাভাবিক।’

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
'পাকিস্তানি ট্যাগে নতুন প্রজন্মের আত্মপরিচয়কে আক্রমণ বামদের পুরোনো কৌশল' Aug 06, 2025
img
জুলাই কনসার্টে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিসহ যুবক আটক Aug 06, 2025
img
ভোট দেওয়ার আগে যেন শহীদদের চেহারা ভেসে ওঠে : প্রধান উপদেষ্টা Aug 06, 2025
img
সমালোচনাকে উন্মুক্ত করেছি, অতীতে যা ছিল অকল্পনীয় : প্রধান উপদেষ্টা Aug 06, 2025
img
এবার শাহরুখের প্রতিবেশী হচ্ছেন আমির, নিয়েছেন ৪ ফ্ল্যাট! Aug 06, 2025
img
মিছিল শেষে ফেরার পথে সড়কে প্রাণ হারালেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা Aug 06, 2025
img
“আমি তৈরি”, জাতীয় দল নিয়ে নেইমারের স্পষ্ট বার্তা Aug 06, 2025
img
বামপন্থিরা আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টা করছে : ঢাবি শিবির সভাপতি Aug 05, 2025
img
নির্বাচনী তারিখ ঘোষণায় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাল গণসংহতি Aug 05, 2025
img
শিক্ষা প্রতিষ্ঠানগুলো আর কখনো দলীয় সন্ত্রাসের হাতে জিম্মি হবে না:প্রধান উপদেষ্টা Aug 05, 2025
img
শিবিরের এই আয়োজনের দায় ভিসি ও প্রক্টর এড়াতে পারেন না: নাছির Aug 05, 2025
img
অগণতান্ত্রিক প্রক্রিয়ায় জুলাই ঘোষণাপত্র দেয়া হয়েছে: সাইফুল হক Aug 05, 2025
img
জাপানে ১ লাখ তরুণ পাঠানোর প্রস্তুতি শুরু : প্রধান উপদেষ্টা Aug 05, 2025
img
দিল্লিতে অনুষ্ঠানে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি সারা খান Aug 05, 2025
বুবলীকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন শাকিব! Aug 05, 2025
নতুন বাংলাদেশের প্রত্যাশায় ফারুকী, শান্তির বার্তা পরীমনির Aug 05, 2025
ঘোষণাপত্র পাঠকে 'ঐতিহাসিক মুহূর্ত' আখ্যা দিল এবি পার্টি Aug 05, 2025
রোবট দিয়ে লেখানো হয়েছে ঘোষণাপত্র - ব্যারিস্টার ফুয়াদ Aug 05, 2025
img
সেকেন্ড রিপাবলিক কী, আমি বুঝি না : মাসুদ কামাল Aug 05, 2025
img
পাঁচ বছরের জন্য বান্দ্রায় নতুন ঠিকানা আমির খানের Aug 05, 2025