বিরোধী দলের সাবেক চিপ হুইপ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘বিগত সময়ে যারা দলের জন্য হামলা মামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন তাদের দিয়ে কমিটি করতে হবে। সুসময়ে এসে যারা নেতা কিনে কমিটি করার চেষ্টা করছেন সেটা মেনে নেওয়া হবে না। এখনো সময় আছে, আসুন ঐক্যবদ্ধ হয়ে সব ভেদাভেদ ভুলে একসাথে দল গঠনে কাজ করি।’
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নোয়াখালীর সেনবাগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘যাদের কারণে বিএনপির নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেননি, হাঁটুপানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছেন—তারা এখনো ঘুরে বেড়ায়, ষড়যন্ত্র করে, অবিলম্বে তাদের আইনের আওতায় আনুন।’
তিনি বলেন, ‘কারো প্ররোচনায় নির্বাচন পেছাবেন না, অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এ দেশের মানুষ বিগত ১৭ বছর ভোট দিতে পারেনি, আমরা আর নির্বাচনের বাহিরে থাকতে চাই না।’
নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, নোয়াখালী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মিয়া মোহাম্মদ ইলিয়াস, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আমিন উল্যাহ বিএসসি, সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, সাবেক সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ, ছাতারপাইয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইসমাইল যুবদলের সাবেক সদস্য সচিব ইমরান হোসেন স্বপন প্রমুখ।
ইউটি/টিএ