তীরে এসে ইংল্যান্ডের তরি ডুবেছে। ওভালে জয়ের খুব কাছে গিয়েও যে হারকে আলিঙ্গন করতে বাধ্য হয়েছে তারা। ঘরের মাঠে ৬ রানের পরাজয়টা নিশ্চিত করেছেন মোহাম্মদ সিরাজ।
ভারতীয় পেসারের তোপেই টেস্টটা জিততে পারেনি।
তাতে নাটকীয় জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ ড্রয়ে শেষ করতে সক্ষম হয়েছে ভারত। তবে এমনটা হতো না, যদি বেন স্টোকস থাকত শেষ টেস্টে। ইংল্যান্ডের অধিনায়ক পঞ্চম টেস্টে খেললে স্বাগতিকরা ওভালে জয় পেত বলে মনে করেন মাইকেল ভন।
বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে এমনটাই জানিয়েছেন মাইকেল ভন।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেছেন, ‘বেন স্টোকস দলে থাকলে ইংল্যান্ড টেস্টটা জিতত। সিরিজে দলের হয়ে বড় অবদান রেখেছে সে। এমনকি মানসিকভাবেও।’
মিথ্যা বলেননি মাইকেল ভন।
পঞ্চম টেস্টে শুরুর আগে ১৭ উইকেট নিয়ে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন স্টোকস। সঙ্গে তার নামের পাশে ছিল ১ সেঞ্চুরিতে ৩০৪ রান। কিন্তু কাঁধের চোট তাকে শেষ টেস্টে বেঞ্চে বসে থাকতে বাধ্য করে। সিরিজ নির্ধারণী ম্যাচেই আবার ক্রিস ওকস চোট পাওয়ায় বোলারে ঘাটতি দেখা যায়। স্টোকস থাকলে নিশ্চিতভাবেই সেই শূণ্যস্থান পূরণ করতেন ইংল্যান্ডের অধিনায়ক।
৩৭৪ রানের লক্ষ্যে শেষ দিনে ৪ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য ৩৫ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের। সেই সমীকরণ ঘোচাতে গিয়ে ইংল্যান্ডের ব্যাটাররা আতঙ্কিত হয়ে পড়ে বলে মনে করেন মাইকেল ভন। ইংল্যান্ডের ব্যাটার বলেছেন, ‘শেষ দিনে সকালের দিকে তাকান ইংল্যান্ড আতঙ্কিত হয়ে পড়েছিল। তাদের শুধু একটা জুটি দরকার ছিল। কিন্তু তারা আতঙ্কিত হয়ে খেলছিল।
সঙ্গে প্রচণ্ড আক্রমণাত্মকভাবে খেলেছে।’
এমকে/টিএ