'মুশফিক আমাদের ভবিষ্যৎ ক্রিকেটার, এরকম সুঠামদেহী পেস বোলার আমাদের কম আছে'

নাইম শেখের ঝড়ো ইনিংস ও আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানের দারুণ হাফ সেঞ্চুরিতে ১৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। এরপর ৩২ বলে ৪৭ রানের কার্যকরী ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে নেন নাইম, সমতা ফেরান সিরিজে। ম্যাচ শেষে নাইমের প্রশংসা করেন দলের কোচ মিজানুর রহমান বাবুল, পাশাপাশি তাকে সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে কাজ করার পরামর্শও দেন।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। ইনিংসের দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে ফেরেন সাইফ হাসান।

ডানহাতি ওপেনারের বিদায়ের পর জুটি গড়ে তোলার চেষ্টা করেন নাইম ও মাহিদুল ইসলাম। পাওয়ার প্লেতে বেশিরভাগ রানই এসেছে নাইমের ব্যাট থেকে। পাওয়ার প্লে শেষের আগেই তাদের দুজনের জুটি ভাঙেন আহমেদ শরিফ।



ডানহাতি পেসারের বলে আইচ মোল্লার হাতে ক্যাচ দিয়েছেন ৮ বলে ৪ রান করা অঙ্কন। একটু পর আউট হয়েছেন নাইমও। হাফ সেঞ্চুরির পথে থাকলেও সমান তিনটি করে চার ও ছক্কায় নাঈম আহমেদ সাকিবের বলে ফিরে যান তিনি।

এরপর বোলিংয়ে ম্যাচ জেতাতে বাকি কাজ সেরেছেন 'এ' দলের তিন স্পিনার মাহফুজুর রহমান রাব্বি, সাইফ হাসান ও রাকিবুল হাসান। তারা তিনজনে মিলে নিয়েছেন ৭ উইকেট। মাহফিজুল ইসলাম রবিনের ৪১ রানের ইনিংসের পরও ব্যাটারদের ব্যর্থতায় ১৩৩ রানে থামে বাংলাদেশ হাই পারফরম্যান্স।

ম্যাচ শেষে বাবুল বলেন, 'নাইম শেখ সাধারণত শটস খেলতে পছন্দ করে। সে যে ধরনের ক্রিকেট খেলে সে হয়তো স্লো উইকেটে এতোটা ভালো করতে পারে না। একজন ক্রিকেটার হিসেবে এটা তার মানিয়ে নিতে হবে। সে জাতীয় দলে খেলতে, সে অনেক অভিজ্ঞ, ভালো ক্রিকেটার হওয়ার কারণেই সে জাতীয় দলে খেলেছে। আজকে একটু সাবলীল খেলেছে।'

'হাসান মাহমুদ এখানে খেলছে জাতীয় দলের আত্মবিশ্বাসের জন্য, নাইম শেখ সম্প্রতি কিছু ম্যাচ জতীয় দলে খেলেছে। এই পারফরম্যান্সগুলো জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ। সোহান জাতীয় দলের অনেক কাছে আছে। তার পারফরম্যান্সটাও আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। আমরা শিরোপা জয়ের পাশাপাশি এটাও গুরুত্বপূর্ণ। সেই অনুযায়ী আমরা কাজ করছি। সেভাবেই তাদের আত্মবিশ্বাস দেয়ার চেষ্টা করছি।'

এর আগের ম্যাচে বাংলাদেশ হাই পারফরম্যান্সকে পেস আগুনে পুড়িয়ে ১৩১ রানে আটকে দিয়েছিলেন মুশফিক হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরিরা। অথচ নাইম, সাইফ, আফিফ ও অঙ্কনের মতো ব্যাটার নিয়েও সেই রান তাড়া করতে পারেনি বাংলাদেশ টাইগার। সেই ম্যাচে ১৮ রানে ৪ উইকেট নিয়েছেন মুশফিক হাসান।

মুশফিককে নিয়ে বাবুল বলেন, 'আমার দৃষ্টিতে মুশফিক আমাদের ভবিষ্যৎ ক্রিকেটার। আমাদের এরকম সুঠামদেহী পেস বোলার আমাদের কম আছে। তার বোলিং স্কিল খুবই ভালো। তবে সে খুবই ইনজুরিপ্রবণ। আমরা এটা খুব কাছ থেকে দেখভাল করছি। সে রিহ্যাবের পর এখানে এসেছে।

আমি তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। আমার কাছে মনে হয়েছে সুপার ফিট।'

এমআর/টিকে  

Share this news on:

সর্বশেষ

img
নাটোর সুগার মিলে ডাকাতির ঘটনায় নিরাপত্তা কর্মীসহ ৮ জন পুলিশ হেফাজতে Aug 03, 2025
img
মাদকমুক্ত ক্যাম্পাসসহ ৯ দফা প্রতিশ্রুতি ঘোষণা ছাত্রদলের Aug 03, 2025
img
কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে যোগ দিলেন নাহিদ ইসলাম Aug 03, 2025
হযরত বিলাল এর ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা | প্রতিদিনের ইসলামিক কার্টুন Aug 03, 2025
img
লাল বলে খেলার আগ্রহ আছে সৌম্যের Aug 03, 2025
img
তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক: তারেক রহমান Aug 03, 2025
img
শহীদ মিনারে এনসিপির সমাবেশ শুরু Aug 03, 2025
img
হাসপাতালের মালিকদের জন্য ডাক্তাররা ব্যবসায়ী হয়ে যান: সোহেল রানা Aug 03, 2025
চাঁদার অভিযোগ নিয়ে চ্যালেঞ্জ দিলেন ছাত্রদলের নেত্রী! Aug 03, 2025
img
'মাসুদরা কখনো ভালো হয় না'', বললেন অভিনেত্রী তমা মির্জা Aug 03, 2025
img
প্রশিক্ষণ নেওয়া আওয়ামী নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান চলছে Aug 03, 2025
img
'জুলাই গণ-অভ্যুত্থানের শক্তিকে কাজে লাগিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হবে' Aug 03, 2025
img
শ্রুতি হাসানের আবেগঘন চরিত্রে ‘কুলি’তে নতুন মাত্রা Aug 03, 2025
img
বলিউডে ফের ভয় ধরাতে আসছে শয়তান টু Aug 03, 2025
img
বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল ১ জনের, নতুন ভর্তি ১১১ Aug 03, 2025
img
ট্রাম্পের আদেশে ১২ বছর পর আবারও স্কুলে ফিরছে ‘প্রেসিডেনশিয়াল ফিটনেস টেস্ট’ Aug 03, 2025
ড্রোনে শহিদ মিনার থেকে শাহবাগ , কার সমাবেশে কত লোক Aug 03, 2025
img
পুরস্কার নিয়ে গিলের রেকর্ড ভাঙার প্রত্যাশায় ছিলেন গাভাস্কার Aug 03, 2025
img
মিরপুরের পিচ নিয়ে সমালোচনা করলেন বিসিবির কোচ Aug 03, 2025
img
তারেক রহমানের ফেরার অপেক্ষায় দেশের মানুষ: ফখরুল Aug 03, 2025