মাদকমুক্ত ক্যাম্পাসসহ ৯ দফা প্রতিশ্রুতি ঘোষণা ছাত্রদলের

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকে আয়োজিত ছাত্র সমাবেশ থেকে শিক্ষাঙ্গনে গেস্টরুম নির্যাতন, গণরুম সংস্কৃতির বিলোপ, নিরাপদ আবাসন, মাদকমুক্ত ক্যাম্পাসসহ ৯ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেছে সংগঠনটি।

রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগ মোড়ে অনুষ্ঠিত এই সমাবেশ থেকে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে ছাত্রদল তাদের ৯ দফা প্রতিশ্রুতি তুলে ধরে।

ছাত্রদলের ৯ দফা প্রতিশ্রুতিগুলো হলো-

১। গেস্টরুম নির্যাতনের বিলোপ : শিক্ষাঙ্গনে গেস্টরুম নির্যাতন, গণরুম সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করা এবং রাজনৈতিক মতপার্থক্যের কারণে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের মতো ঘৃণিত চর্চার স্থায়ী বিলোপসাধন এবং সব ধরনের সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করবে।

২। নিরাপদ আবাসন নিশ্চিতকরণ : ক্যাম্পাসে ও আবাসিক হলে প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন, পুষ্টিকর খাদ্য, বাসযোগ্য কক্ষ এবং পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ছাত্রদল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

৩। সাম্য ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠন : ধর্ম, বর্ণ, জাতিসত্তা, নারী-পুরুষ নির্বিশেষে সব নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি পরমতসহিষ্ণু ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ছাত্রদলের নেতাকর্মীরা নিবেদিত থাকবে। নারী শিক্ষার সমান অংশগ্রহণ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিতেও ছাত্রদল জোরালো উদ্যোগ নেবে।

৪। সার্বজনীন শিক্ষানীতি প্রণয়ন : স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও ঐক্য সুরক্ষায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ফ্যাসিবাদবিরোধী চিন্তা যুক্ত করে বাংলাদেশপন্থি সার্বজনীন শিক্ষানীতি ও পাঠক্রম প্রণয়নের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করবে ছাত্রদল।

৫। বেকারত্ব হ্রাস ও দুর্নীতিমুক্ত পরীক্ষা ব্যবস্থা : রাষ্ট্র কর্তৃক কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালুর দাবি জানিয়ে ছাত্রদল সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে একাডেমিক ও চাকরির পরীক্ষায় প্রশ্নফাঁস রোধ এবং দুর্নীতিমুক্ত পরীক্ষা ব্যবস্থার পক্ষে সোচ্চার থাকবে।

৬। মাদকমুক্ত ক্যাম্পাস গঠন : মাদকমুক্ত ক্যাম্পাস ও সমাজ গঠনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।

৭। বাংলাদেশি জাতীয়তাবাদের সাংস্কৃতিক চর্চা : ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ’৬৯, ’৭৫-এর ৭ নভেম্বর, ’৯০ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয়তাবাদী সাংস্কৃতিক চর্চা বেগবান করতে ছাত্রদল সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলবে।

৮। ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিতকরণ : শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে ছাত্রদল জোরালো ভূমিকা রাখবে।

৯। গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সোচ্চার : ফ্যাসিবাদ বা স্বৈরাচার যাতে গণতন্ত্রকে ব্যাহত করতে না পারে, সেজন্য ছাত্রদল সদা সোচ্চার থাকবে এবং মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতা রক্ষায় আপামর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে যাবে।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
শাহরুখ খানের জাতীয় পুরস্কার জয়ে উচ্ছ্বসিত গৌরী Aug 03, 2025
img
বাংলাবান্ধা হয়ে নেপালে গেল আরও ২৩১ মেট্রিক টন আলু Aug 03, 2025
img
গণমানুষের মুখে এখন প্রশ্ন, ক্ষমতা কি সত্যিই পবিত্রতা কেড়ে নেয় : গোলাম মাওলা রনি Aug 03, 2025
img
স্মিথের চোটে ভাগ্য খুলল ফকসের Aug 03, 2025
img
কোথায় গেল সেই নতুন রাজনৈতিক সংস্কৃতির কথা : জিল্লুর রহমান Aug 03, 2025
img
২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত শূন্য, মৃত্যু ১ Aug 03, 2025
img
নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Aug 03, 2025
img
দেশের মানুষ বর্তমানে চিকিৎসাসেবায় ভোগান্তি ও বৈষম্যের শিকার: ডা. তাসনিম জারা Aug 03, 2025
img
‘ফাগুন বউ’য়ের পর আবার একসঙ্গে কাজ ছোট পর্দায় Aug 03, 2025
img
৫ আগস্টের কর্মসূচির জন্য ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করল সরকার Aug 03, 2025
img
‘রক্তবীজ ২’ কোন চরিত্রে ফিরছেন সীমা বিশ্বাস! Aug 03, 2025
img
নেদারল্যান্ডস সিরিজের সব ম্যাচ সিলেটে, জানাল বিসিবি Aug 03, 2025
দেশপ্রেমিক কর্মকর্তাদের নির্বাচনে পর্ষদকে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা Aug 03, 2025
img
ঐকমত্য হওয়া প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে কমিশন Aug 03, 2025
ছাত্রদলের সমাবেশে তারেক রহমানকে নিয়ে যা বললেন- মির্জা ফখরুল Aug 03, 2025
কি সতর্ক বার্তা দিলেন `মির্জা ফখরুল’ ? Aug 03, 2025
ছাত্রদলের সমাবেশে চোর সন্দেহে মারধর! Aug 03, 2025
img
ছোটবেলার প্রেম ও ভাঙনের স্মৃতি ভাগ করলেন তামান্না Aug 03, 2025
img
পাকিস্তানের অনিশ্চয়তায় সুযোগের মুখে বাংলাদেশ হকি Aug 03, 2025
img
শত্রুকে অবমূল্যায়ন করা আমাদের জন্য বড় ভুল হবে: হাতামি Aug 03, 2025