দীর্ঘ দেড় দশকের বন্ধুত্ব, ছোট পর্দায় বহু হিট রসায়ন টলিউডের জনপ্রিয় জুটি বিক্রম চট্টোপাধ্যায় ও ঐন্দ্রিলা সেন আবার একসঙ্গে ফিরছেন টেলিভিশনে। বহুদিন ধরে তাঁদের একসঙ্গে না দেখলেও, এবার দর্শকের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। জি বাংলার নতুন রিয়ালিটি শো ‘দশ দিনে দশ লাখ’-এর মঞ্চে আবারও দেখা যাবে এই প্রিয় জুটিকে। তবে এবার অভিনয়ে নয়, তাঁরা আসছেন সঞ্চালকের ভূমিকায়।
‘ফাগুন বউ’ ধারাবাহিক ছিল তাঁদের শেষ একসঙ্গে কাজ। সেই সময় তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের এতটাই মুগ্ধ করেছিল যে, তাঁরা হয়ে উঠেছিলেন ঘরের মানুষের মতো। যদিও এরপর আর কোনো সিরিয়ালে বা সিনেমায় একসঙ্গে কাজ করেননি তাঁরা। কিন্তু তাঁদের বন্ধুত্ব থেকে গেছে আগের মতোই অটুট। সেই সম্পর্কের এক নতুন পর্ব শুরু হচ্ছে এবার রিয়ালিটি শোয়ের মাধ্যমে।
এক আলাপচারিতায় এই নতুন যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিক্রম চট্টোপাধ্যায়। তাঁর কথায়, “এটা একটা কাপল গেম শো। যেখানে বিভিন্ন জুটি মজার সব খেলায় অংশ নেবে। সঞ্চালনায় আমি আর ঐন্দ্রিলা থাকছি এই জার্নি নিয়ে ভীষণ এক্সাইটেড।”
রিয়ালিটি শোটি মূলত কাপলদের ঘিরে। থাকবে হাসি-মজায় ভরপুর খেলা, চ্যালেঞ্জ ও ভালোবাসার গল্প। দর্শকের সামনে নতুন ধরনের বিনোদন নিয়ে আসছে এই অনুষ্ঠান, যেখানে রসায়নের পাশাপাশি দেখা যাবে পারস্পরিক বোঝাপড়ার পরীক্ষা। এই ধরনের শো বাংলার টেলিভিশনে বিরল, তাই বিক্রম-ঐন্দ্রিলা যুগলকে নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে।
টেলিভিশন মাধ্যমেই একসময় ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন বিক্রম ও ঐন্দ্রিলা। সেই স্মৃতি এখনও অনেক দর্শকের মনে তরতাজা। এবার এই দুই প্রিয় মুখ আবার একসঙ্গে পর্দায় ফেরায় তাঁদের অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। এখন দেখার, পুরনো সেই ভালোবাসা ও রসায়ন নতুনভাবে কতটা সাড়া ফেলে।
এমকে/টিএ