নওগাঁয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা গোলাম আযমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে নওগাঁ শহরের মাস্টারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সদর উপজেলার চকদেব খাঁ পাড়া এলাকার বাসিন্দা ঝন্টুর ছেলে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
নুরে আলম সিদ্দিকী বলেন, ‘বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলায় এবং পূর্বের অন্য একটি মামলায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল। রোববার বিকেলেই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
এমকে/টিএ