পঁচিশের পুজোয় ফের একবার পর্দা কাঁপাতে আসছে ‘রক্তবীজ ২’। গত বছরের ‘রক্তবীজ’ যেমন অ্যাকশন, থ্রিল আর বাস্তব ঘটনার মিশেলে দর্শকের মন জয় করেছিল, এবারও সেই ধারাবাহিকতাকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন পরিচালকদ্বয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এবার নতুন সংযোজন আরও চমকপ্রদ চিত্রনাট্যে যুক্ত হয়েছেন স্বনামধন্য অভিনেত্রী সীমা বিশ্বাস।
সম্প্রতি শুটিংয়ের সময়কার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন পরিচালক শিবপ্রসাদ। যেখানে দেখা যাচ্ছে, দীর্ঘ ২৮ বছর পর ফের একসঙ্গে কাজ করছেন তাঁরা।
প্রথমবার সহ-অভিনেতা হিসেবে ‘লজ্জা’ ছবিতে মা-ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন দুজন। এবার শিবপ্রসাদ পরিচালনায়, সীমা বিশ্বাস অভিনয়ে। তিনি লিখেছেন, ‘রোববারের হামি, রক্তবীজ ২-এর শুটিংয়ে আমার প্রিয় অভিনেত্রী সীমা বিশ্বাসের সাথে। প্রায় ২৮ বছর বাদে আবার একসঙ্গে।’
তবে যতটা না আলোচনায় এসেছে শুটিংয়ের মুহূর্ত, তার থেকেও বেশি চর্চায় সীমা বিশ্বাসের লুক। ঢাকাই জামদানি শাড়ি, মাথায় ওড়না টেনে ঢাকা দেওয়া সেই ছবি ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকের ধারণা, এই সাজ ও অভিব্যক্তি অনেকটাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সঙ্গে মিল রয়েছে। ফলে প্রশ্ন উঠছে এই ছবিতে কি শেখ হাসিনার চরিত্রেই অভিনয় করছেন সীমা বিশ্বাস?
যদিও নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে পুজোর আগে প্রকাশ্যে আসা ‘রক্তবীজ ২’-এর অ্যানাউন্সমেন্ট টিজারেও সীমা বিশ্বাসের উপস্থিতি চোখে পড়েছে স্পষ্টভাবে।
২০২৩-এর ‘রক্তবীজ’-এ খাগড়াগড় বিস্ফোরণের বাস্তব প্রেক্ষাপটে সাজানো হয়েছিল চিত্রনাট্য। জাতীয় স্তরে প্রশংসিত হয়েছিল ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন রাষ্ট্রপতির ভূমিকায় অভিনয়। তাই এবার নতুন ছবিতে কোন বাস্তব ঘটনা উঠে আসবে তা নিয়ে শুরু হয়েছে তুমুল আগ্রহ। দর্শকের কৌতূহল তুঙ্গে, যদি সত্যিই শেখ হাসিনার চরিত্রে দেখা যায় সীমা বিশ্বাসকে, তবে বাংলার পর্দায় সেটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক সংযোজন হবে।
এতদিন পর আবারও শক্তিশালী নারীকেন্দ্রিক চরিত্রে সীমা বিশ্বাসের প্রত্যাবর্তন, তাও শিবপ্রসাদের পরিচালনায় এ যেন সময়কে পেরিয়ে ফের একত্রিত হওয়ার গল্প।
এমকে/টিএ