মাইলস্টোন কলেজে মূল পাঠদান কার্যক্রম শুরু ৬ আগস্ট থেকে

স্কুল ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ার সেই মর্মান্তিক দূর্ঘটনার পর আগামী ৬ আগস্ট (বুধবার) থেকে আবারও পাঠদান কার্যক্রমে শুরু করতে যাচ্ছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ। একইসঙ্গে পরবর্তী তিন মাস শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়নে কাউন্সেলিং কার্যক্রম অব্যাহত থাকবে।

রোববার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।

তিনি বলেন, ওইদিন সকাল সাড়ে ৮টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস কার্যক্রম শুরু হবে। এরপর পরবর্তী অবস্থা বিবেচনায় বাকি ক্লাসগুলো চালুর পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার ভয়াবহতা কাটিয়ে শিক্ষার্থীদের ধীরে ধীরে শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনতে আমরা ধাপে ধাপে কাজ করছি। এখনো আমরা নিয়মিত ক্লাস শুরুর অবস্থায় যাইনি। আগামীকাল (৪ আগস্ট) ক্লাস থাকলেও তা হবে মূলত কাউন্সেলিংভিত্তিক।

শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন, তাদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করবেন। কেউ যদি এখনও মানসিকভাবে বিপর্যস্ত থাকে বা আতঙ্কে থাকে, তাহলে আমরা তাকে ব্যক্তিগত কাউন্সেলিংয়ে নিয়ে যাব।

অধ্যক্ষ বলেন, মূল পাঠদান কার্যক্রম শুরু হবে আগামী ৬ আগস্ট (বুধবার) থেকে। এর আগে আমরা শিক্ষার্থীদের প্রস্তুতির সুযোগ দিচ্ছি।

শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী, আগামীকাল আনুষ্ঠানিক ক্লাস নয়, বরং শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করার একটি ধাপ হিসেবেই দিনটি কাজ করবে। এছাড়া কালকে (৪ আগস্ট) আমাদের একটি পূর্বনির্ধারিত পরীক্ষা রয়েছে। অধিকাংশ অভিভাবক চাচ্ছেন, শিক্ষার্থীরা যেন পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মতে, শিক্ষা কার্যক্রমে ফিরে এলে শিক্ষার্থীরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

গত এক সপ্তাহ ধরে আমরা অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে এই সিদ্ধান্তে পৌঁছেছি।

তিনি আরও বলেন, আমরা জানি, এই মুহূর্তে আমাদের পরিবারটি (মাইলস্টোন কলেজ) আহত এবং আমরা সবাই মানসিকভাবে কষ্টে আছি। আমরা সবার প্রতি কৃতজ্ঞ, যারা এই কঠিন সময়ে আমাদের পাশে থেকেছেন।

জিয়াউল আলম বলেন, আমরা তাদের প্রত্যেকের নাম, পরিচয় ও ছবি যাচাই-বাছাই করে সংগ্রহ করেছি এবং আমাদের কলেজের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে একটি অফিসিয়াল তালিকা প্রকাশ করেছি। যারা এই সংখ্যা নিয়ে বিভ্রান্ত ছিলেন বা বিভিন্ন গুজব শুনছিলেন, আশা করি এই তালিকা তাদের প্রশ্নের উত্তর দেবে। আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী এবং অভিভাবকদের নিয়ে গঠিত এই পরিবারে যারা জীবন দিয়েছেন, তাদের সবাইকেই আমরা কলেজের অংশ হিসেবেই মনে করি।

তবে এর বাইরেও কেউ কেউ দুর্ঘটনার শিকার হয়েছেন—যেমন, বিমানের পাইলট বা পথচারী কেউ কেউ। তবে তাদের পরিচয় এবং কলেজের সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকায় আমরা তাদের কলেজের ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক পরিসংখ্যানে রাখিনি।

এই মুহূর্তে কোনো শিক্ষার্থী মিসিং (নিখোঁজ) নেই উল্লেখ করে তিনি বলেন, আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, যে সহানুভূতি ও সহযোগিতা দেখিয়েছেন, তার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞ। আমরা শুধু এটুকুই চাই—এই কঠিন সময়ে সবাই যেন ধৈর্য ও সহমর্মিতার সঙ্গে এগিয়ে আসেন এবং গুজব কিংবা অযাচিত আলোচনার বদলে বাস্তব সত্যের ওপর ভিত্তি করেই মূল্যায়ন করেন। এই মুহূর্তে আমাদের কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই।

এমআর/টিকে    

Share this news on:

সর্বশেষ

img
ষড়যন্ত্রকারীদের জানিয়ে দেবেন, আপা আর আসবে না : চট্টগ্রামের পুলিশ সুপার Aug 05, 2025
img
কাজলের অর্ধশতক, বলিউড পেল এক স্বতঃস্ফূর্ত কিংবদন্তি Aug 05, 2025
img
স্বৈরাচার উৎখাতে যে ছাত্র জনতা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই : চরমোনাই পীর Aug 05, 2025
img
দীর্ঘ ৭ মাস ১০ দিন পর দেশে ফিরলেন অপূর্ব Aug 05, 2025
img
বিজয় দেবরাকোন্ডার কিংডম হচ্ছে টলিউডের নতুন সিনেমাটিক ইউনিভার্স Aug 05, 2025
img
তারেক রহমানের হাতে দেশের শাসনভার চাইলেন নিজাম Aug 05, 2025
img
৫ আগস্ট শুধুই একটি তারিখ নয়, এটি ইতিহাস বদলের মুহূর্ত: মির্জা ফখরুল Aug 05, 2025
img
১৯৭১ স্বাধীনতা অর্জনের আর ২০২৪ তা রক্ষার যুদ্ধ: তারেক রহমান Aug 05, 2025
img
বাস্তবেও সীতা চরিত্রের মতোই উষ্ণ ও আবেগপ্রবণ ম্রুণাল Aug 05, 2025
img
উত্তরাখণ্ডে হড়কা বান-ভূমিধসে নিখোঁজ অন্তত অর্ধশত Aug 05, 2025
img
গাজা নিয়ে চূড়ান্ত পরিকল্পনায় ট্রাম্পের সবুজ সংকেত পেয়েছে নেতানিয়াহু Aug 05, 2025
img
বিচার হলেও হাসিনাকে হয়তো দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না : আসিফ নজরুল Aug 05, 2025
img
শহীদ ও যোদ্ধাদের প্রতি আমরা চিরঋণী : ফখরুল Aug 05, 2025
img
জিতুর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন দিতিপ্রিয়া Aug 05, 2025
img
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান : মাহবুব উদ্দিন খোকন Aug 05, 2025
img
দেবের ‘প্রাক্তন’ আমার স্ত্রী, প্রত্যেকেরই অতীত আছে : রাজ Aug 05, 2025
img
মানিক মিয়া অ্যাভিনিউয়ে হেলিকপ্টার বেলুন বিস্ফোরণে আহত ১০ Aug 05, 2025
img
উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু করছে দুবাই Aug 05, 2025
img
মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হলো ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান Aug 05, 2025
img
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শিবিরের র‍্যালি Aug 05, 2025