বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী ১০ আগস্ট (রোববার) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
রোববার (৩ আগস্ট) সচিবালয়ে ড্যাপ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যরা।
বৈঠক শেষে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা সাংবাদিকদের জানান, আজকের বৈঠক মূলতবি করা হয়েছে। আগামী রোববার আবার বৈঠক অনুষ্ঠিত হবে, সেখানে ড্যাপ সংশোধনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ আগস্ট ড্যাপ কার্যকরের গেজেট প্রকাশ করে সরকার। এরপর এটি সংশোধনের দাবি জানিয়ে আসছিলেন আবাসন কোম্পানি, ভূমি মালিকসহ বিভিন্ন পক্ষ।
এসএন