ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে বিষয়টি জানিয়েছিল। কাঁধে চোট পাওয়ায় ক্রিস ওকস ওভাল টেস্টের বাকি অংশে খেলতে পারবেন না। প্রথম দিন ১৪ ওভার বল করেছিলেন তিনি।
বুলেট গতির কোনো বল নয়, ছক্কাও হচ্ছিল না। ওকস কম গতিতে যেতে থাকা খুব সাধারণ একটা বাউন্ডারি ফেরাতে গিয়েছিলেন। সীমানার কাছে গিয়ে করুণ নায়ারকে চার থেকে বঞ্চিতও করেন। কিন্তু সীমানার ওই পাড়ে গিয়ে পড়ে যান তিনি। খুব সাধারণভাবেই ওকসের বাঁ কাধ মাটিতে লাগে।শুরুতে আহামরি কিছু মনে না হলেও ওকস ব্যথায় কাতরে উঠেন। দৌড়ে আসেন ইংল্যান্ডের ফিজিওরা। দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।
ওকস মাঠ ছাড়েন ডান হাতে বাঁ হাতকে ধরে রেখে, সোয়েটারে হাত পেঁচিয়ে।
পরীক্ষার পর ইসিবি জানিয়েছে, ওকস কাঁধের জয়েন্টে ব্যথা পেয়েছেন। এই ব্যথা নিয়েই আজ আবার ব্যাটিং করতে পারেন তিনি, যদি প্রয়োজন হয়।
প্রয়োজনের কথাটা আসছে ওভাল টেস্টের ম্যাচ পরিস্থিতি বিবেচনায়। শেষদিনে জয়ের জন্য ৩৫ রান দরকার তাদের। হাতে উইকেট আছে আর মাত্র ৪টি।
৩৭৪ রানের লক্ষ্য পাওয়া ইংল্যান্ড শেষ ৩টি উইকেট হারিয়েছে ৩৬ রানের মধ্যে। এরমধ্যে দুজন ছিলেন সেট ব্যাটার; হ্যারি ব্রুক ১১১ ও জো রুট ১০৫ রান করে আউট হন। প্রসিধ কৃষ্ণা-আকাশ দীপদের দারুণ বোলিংয়ে রুট ফেরার পরপরই জ্যাকব বেথেল ৫ রান করে বিদায় নেন। লক্ষ্যের দোরগোড়ায় থাকায় ইংল্যান্ড যদি আজ আরও ৩ উইকেট হারিয়ে ফেলে, তবে ওকস ব্যাট করতে নামবেন। জানিয়েছেন রুট।
রুট বলেন, ‘আমাদের মতো সেও আছে। এটা এমন একটা সিরিজ, যেখানে নিজেকে ঝুঁকির মধ্যে ফেলতে হয়। আশা করি, তার দরকার হবে না।
কিন্তু সে কিছু প্রস্তুতি নিয়েছে... এবং দরকার হলে সে প্রস্তুত। এটা করার জন্য ও একতাবদ্ধ।’
এমআর/টিকে