চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ আগস্ট) এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
তাদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৯ জন।
নিহতদের একজন হলেন রাঙামাটির বাসিন্দা দুখি চাকমা। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন নগরীর চন্দনপুরা এলাকার তাহসিন আজমি। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
চট্টগ্রামে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১২ জনের। আক্রান্ত হয়েছেন ৯৪৫ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চিকনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন আরও ২০ জন। চলতি বছর এই রোগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪২ জনে।
জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া, মশাবাহিত রোগ। এসব দমনে সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এসএন