খলনায়ক থেকে নায়ক, অবিশ্বাস্যভাবে সিরাজের ফিরে আসা

দলের সেরা পেসার জসপ্রীত বুমরাহ না থাকায় ভারতীয় বোলিং ইউনিটের ‘অলিখিত’ নেতা বনে গিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। আচমকা কাঁধে এসে পড়া দায়িত্বটাও পালন করলেন রাজসিকভাবে। রোমাঞ্চকর ওভাল টেস্টে ভারতের অবিশ্বাস্য জয়ের নায়ক শেষ ইনিংসে পাঁচ উইকেট তুলে নেওয়া সিরাজ। হয়েছেন ম্যাচ সেরাও।

অথচ শেষ টেস্টের চতুর্থ দিনেই হঠাৎ ‘খলনায়ক’ বনে গিয়েছিলেন হ্যারি ব্রুকের ক্যাচ ছেড়ে দিয়ে। তার আগে লর্ডস টেস্টে শেষ মুহূর্তে আউট হয়েও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে দিয়েছিলেন। বিধাতা হয়তো শেষটা অন্যরকমভাবেই লিখে রেখেছিলেন। সেই সিরাজই ইংল্যান্ডের স্বপ্নভঙ্গ করে সিরিজ শেষে নায়ক বনে গেলেন।

শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ রান, ভারতের চাই ৪ উইকেট। এমন পরিস্থিতিতে তিনটি উইকেটই ঝুলিতে পুড়েছেন সিরাজ। চাপে থাকা দলকে জেতানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন ভারতীয় পেসার। খেলা শেষে ব্রডকাস্টারকে বলেছিলেন, ‘খুব সাধারণ পরিকল্পনা ছিল। আলাদা কিছু ভাবিনি। লক্ষ্য ছিল শুধু সঠিক জায়গায় বল রাখার। তাতে আউট হলে হবে। রান হলে হবে। ঠিক জায়গায় বল রেখেই সাফল্য এসেছে।’

কথা বলার সময়ও হাঁপাচ্ছিলেন সিরাজ। আনন্দে ঠিকঠাক কথা বলতেও পারছিলেন না যেন। গলা ধরে আসছিল। রোববার হ্যারি ব্রুকের ক্যাচ ধরেও বাউন্ডারির দড়িতে পা দিয়ে ফেলেছিলেন। যার জেরে সমালোচিত হয়েছিলেন। সিরাজের ধরা ক্যাচে ব্রুক আউট হয়ে গেলে টেস্টটা চার দিনেই শেষ হয়ে যেতে পারতো।

হ্যারি ব্রুকের ক্যাচ মিস নিয়ে সিরাজ বলেন, “আমি ভাবিনি যে ক্যাচ ধরার সময় বাউন্ডারি কুশনে হাত লেগে যাবে। কিন্তু ওটাই ছিল ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। ব্রুক তখন টি-টোয়েন্টি মেজাজে চলে গিয়েছিল। সেই সময় আমরা ম্যাচে অনেকটাই পিছিয়ে পড়েছিলাম। তবে ঈশ্বরকে ধন্যবাদ, শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পেরেছি।”

আরও বলেন, “আমি সবসময় বিশ্বাস করি, যেকোনো অবস্থান থেকে আমি ম্যাচ জেতাতে পারি। আজ সকালেও ঘুম থেকে উঠে মনে হয়েছিল, আমি পারবো। গুগল থেকে একটা ছবি ডাউনলোড করেছিলাম যেখানে লেখা ছিল ‘Believe’ —বিশ্বাস করো।”

লর্ডস টেস্টে হারের পর রাতে ঘুমাতে পারেননি বলে জানিয়েছিলেন এই পেসার। সেই অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “লর্ডসে হারের পর খুব ভেঙে পড়েছিলাম। জাদ্দু ভাই (জাদেজা) তখন আমাকে বলেছিল — নিজের ডিফেন্সে আস্থা রাখো, আর বাবাকে মনে করো, তার জন্য খেলো। সেটাই আমাকে অনুপ্রেরণা দিয়েছে।” ম্যাচের কঠিন পরিস্থিতি থেকে টিমের দুর্দান্ত প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা প্রথম দিন থেকেই কঠিন লড়াই করেছি। আজ যে জয়টা পেলাম, সেটা দলীয় মানসিকতার ফল।”

এসএন 

Share this news on:

সর্বশেষ

সাকিব বাংলাদেশের লিজেন্ড এবং সেরা প্লেয়ার : কোয়াবের আহ্বায়ক সেলিম শাহেদ Aug 04, 2025
আয়না ঘর ঘিরে এত আগ্রহের কারণ কী? Aug 04, 2025
img
স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপে আইনি-নীতিগত সিদ্ধান্তের জন্য ঐক্যবদ্ধ থাকুন: পীর চরমোনাই Aug 04, 2025
img
মৃত্যুতে শেষ ইচ্ছা পূরণ হলো না হারুন-অর-রশীদের Aug 04, 2025
img
বাচ্চা ছেলেদের কথায় মনে হচ্ছে, যা বলবে তাই করব: মির্জা আব্বাস Aug 04, 2025
img
আইসিইউ থেকে বাড়ি ফিরেছে আর্থিক খাত : অর্থ উপদেষ্টা Aug 04, 2025
img
জুলাই গণঅভ্যুত্থানকে জনস্মৃতিতে রাখতে মন্ত্রণালয় কাজ করছে: মো. মাহফুজ আলম Aug 04, 2025
img
দেশ নিয়ে একটা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে : মির্জা ফখরুল Aug 04, 2025
img
আব্দুল কাদেরকে ইনস্টিটিউট ফ্যাকাল্টির সাথি হিসেবে কাউন্ট করত শিবির : রিফাত Aug 04, 2025
img
বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ বলা নিয়ে ক্ষুব্ধ রূপম ইসলাম Aug 04, 2025
img
প্রধান উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সামান্তা শারমিনের Aug 04, 2025
img
ফকিরেরপুলকে ৮ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিল বাফুফে Aug 04, 2025
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্কের শুরু নিয়ে মুখ খুললেন মেঘনা আলম Aug 04, 2025
img
চলতি অর্থবছরে জুলাইয়ে রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ Aug 04, 2025
img
মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য: রাষ্ট্রপতি Aug 04, 2025
img
হার্টের রিংয়ের দাম কমালো সরকার, প্রজ্ঞাপন জারি Aug 04, 2025
img
জানা গেল নেদারল্যান্ডস সিরিজের সময়সূচি Aug 04, 2025
img
পুতিন-জেলেনস্কির বৈঠক সম্ভব: ক্রেমলিন Aug 04, 2025
img
১০ বছর পর ফ্রেমবন্দী দেব-শুভশ্রী, কথা বললেন-নাচলেনও Aug 04, 2025
লিডার এমন হতে হবে যে সবার কথা চিন্তা করবে; তামিম কোয়াবের সভাপতি হবেন? Aug 04, 2025