১৪ আগস্ট বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দলবদলের শেষ দিন। ফকিরেরপুল ইয়ংমেন্স এখনো ফিফার দলবদলের নিষেধাজ্ঞায়। ফলে তাদের আসন্ন প্রিমিয়ার লিগে অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে বাফুফে।
বাফুফে আজ ৪ আগস্টের মধ্যে ফকিরেরপুলকে দলবদলের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাতে বলেছিল। আজকের মধ্যে ফকিরেরপুল তাদের নিষেধাজ্ঞা কাটাতে পারেনি। তাই আজ আবার বাফুফের দ্বারস্থ হয়েছিল। বাফুফের পেশাদার লিগ কমিটি ফকিরেরপুল ইয়ংমেন্স কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে এক বৈঠক করে। সেই বৈঠকে ইয়ংমেন্স কর্মকর্তারা নিষেধাজ্ঞা দ্রুত সময়ে কাটিয়ে নির্ধারিত সময়ে দলবদলে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন। বাফুফে আগামী শুক্রবার ৮ আগস্ট পর্যন্ত ফকিরেরপুলকে সময় দিয়েছে। এই সময়ের মধ্যে ফিফার নিষেধাজ্ঞা না কাটাতে পারলে ফকিরেরপুলের চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ খেলা সম্ভব হবে না।
গত মৌসুমে উজবেকিস্তানের ফুটবলারকে চুক্তির প্রাপ্য অর্থ দেয়নি ফকিরেরপুল। উজবেক ফুটবলার ফিফায় আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ফিফা ফকিরেরপুলের উপর দলবদলের নিষেধাজ্ঞা জারি করে। ফুটবলারের চুক্তিকৃত অর্থের পাশাপাশি জরিমানা সহ প্রায় ২৫ লাখ টাকা দিতে হবে ফকিরেরপুলকে। টাকা পরিশোধের পর ফিফা নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে ফকিরেরপুল। ৮ আগস্টের মধ্যে সমস্যা সমাধান না করলে বাফুফে তাদের আর সময় দেবে না।
ফকিরেরপুল ইয়ংমেন্স নিষেধাজ্ঞা ও দলবদল জটিলতায় লিগ খেলতে না পারলে গত মৌসুমে অবনমিত হওয়া ঢাকা ওয়ান্ডারার্স আবার প্রিমিয়ারে খেলার সুযোগ পাবে। বাফুফের কাছে আবদেন ও যোগাযোগ বজায় রাখছে ওয়ান্ডারার্স। ঐতিহ্যবাহী ক্লাবটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বলেন, 'আমরা ফেডারেশনের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।
সুযোগ পেলে আমরা দল করতে পারব। কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে আমাদের কথাবার্তা হয়ে আছে।'
এমকে/টিএ