এশিয়া সফরে হ্যাটট্রিক জয় পেয়েছে বার্সেলোনা। জয়ের ধারাই শুধু অব্যাহত রাখেননি, গোল উৎসবেও মেতেছেন রাফিনিয়া-লামিনে ইয়ামালরা। আজ যেমন দক্ষিণ কোরিয়ার ক্লাব দেগু এফসিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে।
প্রতিপক্ষদের ওপর ছড়ি ঘুরিয়ে বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন গাভি। একটি করে গোল করেছেন রবার্ট লেভানদোস্কি, আন্তোনি ফার্নান্দেজ ও ক্লাবের হয়ে প্রথম গোল পাওয়া মার্কাস রাশফোর্ড।
প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে শুরু থেকেই দেগুর ওপর আধিপত্য দেখানো শুরু করে বার্সেলোনা। নেতৃত্ব দিচ্ছিলেন লামিনে। কিন্তু আজ কোনো গোলের দেখা পাননি তিনি।
কখনো বাইরে মারেন, আবার কখনো প্রতিপক্ষের গোলরক্ষক ও ডিফেন্ডারের দৃঢ়তায় উল্লাসে মাততে পারেননি তিনি।
অবশ্য প্রথমেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল দক্ষিণ কোরিয়ার ক্লাবটি। কিন্তু ২০ মিনিটে ফাঁকা গোলবার পেয়ে তাদের ফরোয়ার্ড বলকে জালে জড়াতে পারেননি। দেগু সুযোগ মিস করলেও বার্সেলোনার মিডফিল্ডার গাভি করেননি।
ফিরতি মিনিটেই ডি-বক্সের কাছাকাছি থেকে বাঁ পায়ের মাটি কামড়ানো শটে লিড এনে দেন তিনি। দুই মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন রাফিনিয়া। ডান প্রান্ত থেকে লামিনের পাওয়া ক্রসে পা টাও লাগিয়েছিলেন তিনি, কিন্তু অল্পের জন্য গোলবারের বাইরে দিয়ে যায়। তবে ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোস্কি। বক্সের মধ্যে থেকে সহজেই প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
আর প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন গাভি।
ম্যাচে ৭৪ শতাংশ বল পজিশন ধরে রাখা বার্সেলোনা দ্বিতীয়ার্ধে নিজেদের আধিপত্য ধরে রাখে। বিরতির পরপরেই ৫৫ মিনিটে করা ফার্নান্দেজের গোলটি তার প্রমাণ। আর প্রতিপক্ষের জালে শেষ পেরেক মারেন রাশফোর্ড। কাতালান ক্লাবের হয়ে অভিষেক গোল পেয়েছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড।
সর্বশেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ারই আরেক ক্লাব এফসি সিউলকে ৭-৩ গোলে জয় পেয়েছিল বার্সেলোনা। তারও আগে জাপানের ক্লাব ভিসেল কোবেকে ৩-১ গোলে হারিয়েছিল কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা।
ইউটি/টিএ