প্রত্যেক বছর ছোট পর্দায় রিয়্যালিটি শোর তালিকায় ‘বিগবস্’ থাকে বিশেষ জায়গায়। নানা বিতর্ক, আবেগ, চমক আর উত্তেজনার মিশেলে তৈরি হয় এই অনুষ্ঠান। আর সঞ্চালক হিসেবে সলমন খানের উপস্থিতি তো আলাদা করে দর্শকের আকর্ষণ বাড়ায়ই। এবার শুরু হতে চলেছে ‘বিগবস্ ১৯’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রতিযোগীদের তালিকা, যেখানে রয়েছেন একাধিক পরিচিত মুখ। সঙ্গে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া—যা এই সিজ়নের বিশেষ চমক।
প্রথমেই যাঁর নাম ঘিরে সবচেয়ে বেশি কৌতূহল, তিনি ধনশ্রী বর্মা। যুজবেন্দ্র চহালের প্রাক্তন স্ত্রী হওয়ায় তাঁকে নিয়ে আগেই আলোচনা ছিল তুঙ্গে। কয়েকদিন আগেই ‘ভুল চুক মাফ’ ছবিতে অভিনয় করে আবারও খবরের শিরোনামে আসেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিতর্ক তাঁকে এই মরসুমের অন্যতম চর্চিত মুখে পরিণত করেছে।
এর পরেই আছেন গৌরব খান্না। ‘অনুপমা’ ধারাবাহিকের এই জনপ্রিয় মুখ ছোটপর্দার দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত। তাঁর উপস্থিতি ‘বিগবস্’ ঘরে দর্শক টানবে বলেই মনে করা হচ্ছে।
তালিকায় রয়েছেন গায়ক ও সুরকার অমাল মালিক। বলিউডে চলা নানা ষড়যন্ত্র, কার্তিক আরিয়ানের প্রতি বিমাতাসুলভ আচরণ, এমনকি নিজের আত্মহত্যাপ্রবণতার অভিজ্ঞতা—সোজাসুজি তুলে ধরেছেন অমাল। তাঁর বক্তব্য নানা বিতর্ক উস্কে দিয়েছে। এবার দেখার বিষয়, ‘বিগবস্’ হাউজে এসে তিনি আর কী কী বলেন বা করেন।
আছেন সমাজমাধ্যমের পরিচিত কৌতুকশিল্পী অপূর্বা মুখিজা। ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ অংশ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এবারও তাঁকে ঘিরে আলোচনা শুরু হয়ে গিয়েছে।
২০০৭ সালে ‘কহানি ঘর ঘর কি’ দিয়ে অভিনয়ে আসা হুনর গান্ধী এই তালিকায় অন্য এক চেনা মুখ। ছোট পর্দায় বেশ পরিচিত এই অভিনেত্রী এবার ‘বিগবস্’ ঘরে কোন রূপে ধরা দেন, তা দেখার অপেক্ষায় দর্শক।
তবে চমক এখানেই শেষ নয়। শ্রীরাম চন্দ্র, মিস্টার ফইসু, গুরুচরণ সিংহ এবং পায়েল ধারে—এই চারজনের নামও প্রতিযোগীর তালিকায় উঠে এসেছে।
সব মিলিয়ে, ‘বিগবস্ ১৯’ এবার আরও বেশি উত্তেজনাপূর্ণ হতে চলেছে—তা বলাই যায়। কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন, তারকা ও বিতর্কিত মুখের সমাবেশে দর্শকদের প্রত্যাশার পারদ এখন তুঙ্গে।
এসএন