দেশের সকল ক্রিকেটারদের নিয়ে কাজ করে থাকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এই সংগঠন নিয়ে নতুন করে ব্যস্ত সময় পার করছেন বর্তমান ক্রিকেটাররা, যা আগে কখনো দেখা যায়নি। সামনের মাসেই রয়েছে কোয়াবের নির্বাচন। যে কারণে নিজেদের মধ্যে শেষ সময়ের ব্যস্ততা ক্রিকেটারদের।
সোমবার মিরপুরে বৈঠক করেন কোয়াবের সদস্যরা। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেটার মোহাম্মদ মিঠুন বলেন, ‘এর আগে কোয়াবের সঙ্গে কোনো বর্তমান খেলোয়াড় যুক্ত ছিলেন না। যারা এর আগে দায়িত্ব পালন করেছেন, আমরা মনে করেছি তারা আমাদের জন্য কাজ করবেন। এই আশায় আমরা বিগত সময় কাটিয়ে দিয়েছি। তাদের ওপরে নির্ভর করে আমরা লম্বা সময় ভুগেছি। এখন প্রতি বিভাগের ক্রিকেটাররা এসেছেন, সামনে থেকে কাজ করতে চান। ক্রিকেট সামনে থেকে না এগোলে এর দায়বদ্ধতা আমাদের।’
‘আমরা সেই জায়গা থেকে বর্তমান খেলোয়াড়রা কী চাচ্ছি, কী দরকার সেগুলো নিয়ে সকলে সকলের জায়গা থেকে কথা বলেছেন এবং ভালো আলোচনা হয়েছে। আমাদের নেতৃত্ব দিবেন কে কিংবা আমাদের হয়ে কারা কাজ করবেন এই সিদ্ধান্ত আমরা নিজেরা নিতে চাচ্ছি। এজন্য আমরা বর্তমান খেলোয়াড়রা যুক্ত হয়েছি।’
মিঠুন আরও বলেন, ‘কোয়াবের নেতৃত্বে যারা আসবেন তাদের একটা গাইডলাইন দেওয়া থাকবে, যেন আমাদের খেলোয়াড়দের যা প্রাপ্য তা যেন ঠিকভাবে পায়। আমরা নির্দিষ্ট কোনো নাম বলতে পারব না। কারণ আমাদের মধ্যে এখনও আলোচনা চলছে, যে কেউ হতে পারে। অনেকে আছেন ব্যক্তিকেন্দ্রিক, অনেকে আছেন সবাইকে নিয়ে কাজ করেন। নেতা এমন হওয়া উচিত যিনি সবাইকে নিয়ে চিন্তা করেন। এরকম ব্যক্তি আমরা খুঁজছি বা আলোচনা করছি। যিনি কেবল প্রিমিয়ার লিগ, জাতীয় লিগ কিংবা প্রথম শ্রেণি নয়, জেলা লিগও যে হচ্ছে না, সেটি নিয়েও কাজ করবেন।’
‘প্রতিটা জেলায় খেলা বন্ধ, এখানে কোয়াবেরও একটা দায়বদ্ধতা রয়েছে। জেলাগুলোতে যদি কোয়াবের শক্তিশালী ইউনিট থাকত, তাহলে তারা জেলার দায়িত্বরতদের সঙ্গে কথা বলতে পারতেন ক্রিকেট খেলা নিয়ে।’- যোগ করেন মিঠুন।
কেএন/টিকে