ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের দলিল 'জুলাই ঘোষণাপত্র' আজ মঙ্গলবার (৫ আগস্ট) ঘোষণা করা হচ্ছে। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই ঘোষণাপত্র পাঠ করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল ও পক্ষগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত থাকবে। এর অংশ হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এই অনুষ্ঠানে যোগ দেবে বলে সোমবার রাতে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে 'জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা'-এর মূল মঞ্চ, সাউন্ড ও লাইটিং সিস্টেমের প্রস্তুতি শেষ হয়েছে। এছাড়া অনুষ্ঠানস্থল এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে, ঢাকার বাইরে থেকে ছাত্র-জনতার যাতায়াতের সুবিধার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ৮ টি ট্রেন ভাড়া করেছে।
কেএন/টিকে