একজন ‘মায়ের চোখে বাংলাদেশ’ যেমন, বিএনপি তেমন একটি বাংলাদেশ গড়তে চায়। যেখানে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বাসী-অবিশ্বাসী সংশয়বাদী প্রতিটি মানুষ নিরাপদে থাকবে।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ। আর ২০২৪ সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। ১৯৭১-এর শহীদদের যেমন বাংলাদেশ ভুলেনি, তেমনি ২৪-এর শহীদদেরও ভুলবে না।
বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ কায়েম হবে না মন্তব্য করে তিনি বলেন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমেই শহীদদের ঋণ বাস্তবায়ন করা সম্ভব।
তারেক রহমান আরও বলেন, বাংলাদেশে আর কাউকে গণতন্ত্র হত্যা করতে দেয়া হবে না, এই দেশ আর কারো তাবেদার হবে না।
কেএন/টিকে