বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এবার পা রাখছেন এক নতুন মাইলফলকে। এবার তিনি আসছেন নারী-প্রধান অ্যাকশন থ্রিলারে, যেখানে থাকছে তীব্র অ্যাকশন, রহস্য, আর চমকপ্রদ ভিএফএক্স। পরিচালনায় আছেন ভি. জয়শঙ্কর, যিনি পেপার বয় ও আরি চলচ্চিত্রের জন্য পরিচিত।
জ্যাকুলিনের মতে, ছবির গল্প এবং চরিত্রের গভীরতা তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। শক্তিশালী কাহিনি, দারুণ অ্যাকশন দৃশ্য এবং অভিনয়ের সুযোগ থাকায় তিনি ছবিটিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্যান-ইন্ডিয়ান এই ছবি তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি পাঁচ ভাষায় মুক্তি পাবে। এতে করে দক্ষিণ থেকে উত্তর পুরো ভারতজুড়ে দর্শকের কাছে পৌঁছে যাবে জ্যাকুলিনের নতুন অবতার।
রেস, হাউসফুল কিংবা ফতে-এর মতো বাণিজ্যিক ছবিতে গ্ল্যামার আর স্টাইলিশ চরিত্রে দেখা গেলেও এবার জ্যাকুলিনকে দেখা যাবে এক ভিন্ন রূপে অ্যাকশন আর আবেগ মিশিয়ে গড়া শক্তিশালী নারী চরিত্রে।
এই ছবির মাধ্যমে প্যান-ইন্ডিয়ান প্রিয় অভিনেত্রী হিসেবে তার অবস্থান আরও দৃঢ় হবে বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা।
এমকে/টিএ