জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেনের স্মৃতিচারণ করে তার বড় ভাই গোলাম কিবরিয়া বলেছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি আসার সময় বিশ্ববিদ্যালয়ের লোগোযুক্ত টিশার্ট নিয়ে আসতাম। ফরহাদ সব টিশার্ট নিয়ে নিতো। কিন্তু এখন আর টিশার্ট নেওয়ার কথা কেউ বলে না।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে বিশ্ববিদ্যালয় 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গোলাম কিবরিয়া বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট যখন ফরহাদ গুলিবিদ্ধ হয়, তখন এই সংবাদ শুনে আম্মা অজ্ঞান হয়ে যান। তিনি আর সহ্য করতে পারেননি। প্রতিটি শহীদ পরিবারের অবস্থা একইরকম। জুলাই অভ্যুত্থান যেমন বেদনার, তেমনি এটা গর্বেরও।
তিনি বলেন, ফরহাদ আমাদের পরিবারে সবচেয়ে ছোট ছিল। কিন্তু ও বেশি দায়িত্ববান ছিল। আমার বাবা-মাকে সে সবচেয়ে বেশি সান্ত্বনা দিত। এই জুলাই গণঅভ্যুত্থানে অনেক ছাত্র-জনতা শহীদ হয়েছেন। শহীদের রক্তের ওপর দিয়ে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে। এই নতুন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য একাডেমিক অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মো. কামাল দ্দিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাবেক অধ্যাপক আবুল কালাম আযাদ।
এসএন