ওপেন সোর্স সফটওয়্যারে ২০টি নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল গুগলের এআই

গুগল তাদের এআই-চালিত নিরাপত্তা গবেষক ‘বিগ স্লিপ’-এর একটি বড় অর্জনের ঘোষণা দিয়েছে। এই প্রযুক্তি বিভিন্ন জনপ্রিয় ওপেন সোর্স সফটওয়্যারে মোট ২০টি নিরাপত্তা ত্রুটি (ভালনারেবিলিটি) শনাক্ত করেছে।

গুগলের সিকিউরিটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিদার অ্যাডকিন্স বলেন, ‘গুগলের সিকিউরিটি গবেষণা দল প্রজেক্ট জিরো এবং ডিপমাইন্ড-এর যৌথ সহযোগিতায় বিগ স্লিপ’ তৈরি করা হয়েছে। এটি এই এআই টুলটির প্রথম সফল অভিযান। যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ওপেন সোর্স সফটওয়্যারে ত্রুটি শনাক্ত করা হয়েছে।

গবেষণার ফলাফলে দেখা গেছে, ‘বিগ স্লিপ’ যেসব সফটওয়্যারে ত্রুটি শনাক্ত করেছে, তার মধ্যে রয়েছে বহু মানুষের ব্যবহৃত এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান সফটওয়্যার প্রকল্প। যদিও গুগল এখনো নির্দিষ্ট সফটওয়্যারের নাম প্রকাশ করেনি। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওই ত্রুটিগুলোর প্রভাব নিয়ে সংশ্লিষ্ট সফটওয়্যার প্রকল্পগুলোকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় প্যাচের কাজ চলছে।

গুগল জানায়, 'বিগ স্লিপ' মূলত একটি এআই বেসড অটোমেটেড টুল। যা সোর্স কোড বিশ্লেষণ করে এবং যেখানে কোডের ত্রুটি বা নিরাপত্তা ফাঁক থাকতে পারে। তা শনাক্ত করে দেয়। এটি পুরোপুরি মানুষের হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে সক্ষম। যদিও গবেষকরা এখনো এটি পর্যবেক্ষণে রেখেছেন।

গুগলের পক্ষ থেকে বলা হয়েছে,  “এটি একটি পরীক্ষামূলক প্রযুক্তি হলেও ফলাফল বেশ আশাব্যঞ্জক। ভবিষ্যতে এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি সাইবার সিকিউরিটি জগতে বড় ভূমিকা রাখতে পারে।”

গবেষকরা বলছেন, এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। কেননা, এখন পর্যন্ত নিরাপত্তা ত্রুটি খোঁজার কাজ শুধুই মানবনির্ভর ছিল। ‘বিগ স্লিপ’ প্রমাণ করলো, এআই প্রযুক্তি ব্যবহার করে অনেক দ্রুত এবং কার্যকরভাবে সফটওয়্যার বিশ্লেষণ করা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, ওপেন সোর্স সফটওয়্যার বিশ্বব্যাপী কোটি কোটি ব্যবহারকারীর দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এ ধরনের সফটওয়্যারে কোনো নিরাপত্তা ত্রুটি থাকলে সেটি বড় ধরনের সাইবার হামলার সুযোগ তৈরি করতে পারে। সেই দিক থেকে গুগলের এই উদ্যোগ সাইবার নিরাপত্তার ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক।

‘বিগ স্লিপ’-এর এই সাফল্য ভবিষ্যতে আরও উন্নত এআই-চালিত নিরাপত্তা প্রযুক্তির পথ খুলে দিলো। গুগলের দাবি অনুযায়ী, তারা এই প্রযুক্তির উন্নয়নে আরও বিনিয়োগ করবে এবং ভবিষ্যতে এর কার্যকারিতা আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
‘কেজিএফ’ খ্যাত শ্রিনিধির নতুন সিনেমা অক্টোবরেই Oct 11, 2025
img
মুক্তির অপেক্ষায় কৃতি শেঠির ৩ সিনেমা Oct 11, 2025
img
পিআরসহ ৫ দফা দাবিতে সিলেটে জামায়াতের গণমিছিল Oct 11, 2025
img
জার্মানদের আক্রমণের ঝড়ে উড়ে গেলো লুক্সেমবার্গ Oct 11, 2025
img
দেশে ফিরেছেন শহিদুল আলম Oct 11, 2025
img
২০২৫ সালে মাত্র চারটি সিনেমা ঢুকেছে ৩০০ কোটির ক্লাবে Oct 11, 2025
img
‘বহুমাত্রিক জ্ঞান-দক্ষতা ছাড়া কেউই দেশ চালাতে পারবে না’ Oct 11, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Oct 11, 2025
সবার জন্য এক মাসের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে Oct 11, 2025
নির্বাচন সামনে, পিআর নিয়ে জামায়াতের অবস্থান কী? Oct 11, 2025
১০টি বাস পেলো রাবির বিসিএস পরীক্ষার্থীরা! Oct 11, 2025
সংঘর্ষের পর চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন মেজর রেজাউল করিম Oct 11, 2025
গণতন্ত্র ও শান্তির হাতিয়ার হিসেবে মাচাদোর নেতৃত্ব Oct 11, 2025
রাকসু নির্বাচনের আমেজ নিয়ে যা বললেন ছাত্রদলের এষা Oct 11, 2025
জুতা হাতে সিঁড়ি বেয়ে বৌদ্ধবিহারে স্বরাষ্ট্র উপদেষ্টা – সৌজন্যের নজির! Oct 11, 2025
থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের মেসেজ পাঠানোর অভিযোগ রাবি প্রশাসনের বিরুদ্ধে Oct 11, 2025
কঠিন চীবর দান উপলক্ষে বৌদ্ধ বিহারগুলোতে ভক্তদের ঢল Oct 11, 2025
তুরস্কে পৌঁছেছেন সেই শহিদুল আলম Oct 11, 2025
তিন বছর আগে থেকেই শিবিরে যুক্ত, জানালেন হিন্দু সদস্য! Oct 11, 2025
আশুলিয়ার বৌদ্ধবিহার গিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। Oct 11, 2025