জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শুরু হয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান 'জুলাই পুনর্জাগরণ'। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে তারা ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা 'এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা' গানটি পরিবেশন করেন।
এই দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন জনপ্রিয় শিল্পীগোষ্ঠী, ব্যান্ড এবং একক শিল্পীরা পর্যায়ক্রমে গান পরিবেশন করবেন। দিনব্যাপী এই আয়োজনে একে একে পরিবেশনা করবেন নানা ব্যান্ড ও শিল্পীরা। দুপুর ২টা ৪০ মিনিটে গাইবেন সায়ান ও ৩টায় ইথুন বাবু এবং মৌসুমী দর্শকদের গানে গানে মাতাবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও থাকবে কলরব শিল্পীগোষ্ঠী, চিটাগাং হিপহপ হুড, সেজান ও শুন্য’র পরিবেশনা।
পারফর্ম করবে সোলস, ওয়ারফেজ, আর্টসেলের মতো ব্যান্ডগুলো। অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আর সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়।
অনুষ্ঠানে ধর্মীয় বিরতির পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের 'জুলাই ঘোষণাপত্র' পাঠ এবং একটি বিশেষ ড্রোননির্ভর নাট্য-উপস্থাপনাও থাকবে। অনুষ্ঠানটি রাত ৮টা পর্যন্ত চলবে।
আয়োজকরা এই অনুষ্ঠানকে কেবল একটি সাংস্কৃতিক উৎসব নয়, বরং একটি প্রজন্মের চেতনার পুনর্জন্মের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন।
এমআর/টিকে