ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৩৫ বছর ধরে ভারতে বসবাসরত একই পরিবারের চার বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের নাগরভিটা সীমান্তে এ ঘটনা ঘটে।
ওই ব্যক্তিরা হলেন- কাশুয়া বালিয়াবস্তী গ্রামের মৃত আজম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৫০), নজরুল ইসলামের ছেলে মিস্টার (২২), সাদ্দাম (২২) ও আলফা।
জানা গেছে, ওই চারজন অবৈধভাবে পানিপথ দিয়ে ভারতে প্রবেশ করে দীর্ঘ ৩৫ বছর ধরে তারা ভারতের হরিয়ানা প্রদেশের পানিপথ এলাকায় বসবাস করছিলেন। ভারতের অভিযানে তাদের আটক করে বিএসএফ বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির সঙ্গে বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্ত পিলার ৩৭৮/২-এস-এর ১২০০ গজ ভারতের অভ্যন্তরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। পরে বিজিবি বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে ওই চারজনকে হস্তান্তর করে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ কর্তৃক চার বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তারা থানায় আছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কেএন/এসএন