মুক্তিযুদ্ধ থেকে শাহবাগী ফ্যাসিবাদ, প্রতিটি গণহত্যার যথাযথ বিচার হতে হবে : ঢাবি শিবির সভাপতি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেছেন, মুক্তিযুদ্ধ থেকে শাহবাগী ফ্যাসিবাদ পর্যন্ত প্রতিটি গণহত্যার যথাযথ বিচার হতে হবে। কিন্তু স্কাইপি কেলেঙ্কারি, আইনজীবীকে আইনঘরে নিয়ে যাওয়া, সাক্ষীকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া কিংবা মব সন্ত্রাসের মাধ্যমে কোনো ট্রায়াল হলে, সেটা অবশ্যই বিচারিক হত্যাকাণ্ড।

বুধবার (৬ আগস্ট) তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।

পোস্টে এস এম ফরহাদ বলেন, ‘হাসিনা ও শাহবাগের ফ্রেমওয়ার্কে কাউকে যুদ্ধাপরাধী বলা বাংলাদেশের বিচারব্যবস্থাকে অবমাননা করার নামান্তর। যারা সুষ্ঠু বিচারে বিশ্বাস করে না, তারাই মব সন্ত্রাস করে এবং তারাই হাসিনাকে সব অবৈধ কাজের বৈধতা দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘চব্বিশ দিয়ে একাত্তরকে মুছে ফেলার নয়া বয়ান ৫ আগস্টের পর সচেতনভাবেই বাজারে চাওর করা হয়েছে। চব্বিশ ও একাত্তর বাংলাদেশের ইতিহাস পরিবর্তনকারী ঘটনা। একাত্তর এই জাতিকে আলাদা মানচিত্র ও ভূমি দিয়েছে এবং হাসিনার ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের ভয়াল নির্যাতন থেকে জাতিকে মুক্তি দিয়েছে চব্বিশ। নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী কোনো রাজনৈতিক দল বা সংগঠন বাংলাদেশে চব্বিশ দিয়ে একাত্তরকে মুছে ফেলার রাজনীতি করেনি। যারা বারবার দুটোকে মুখোমুখি দাঁড় করানোর বয়ান তৈরি করেছে, তারাই একাত্তর ও চব্বিশকে প্রশ্নবিদ্ধ করার রাজনীতি করেছে।’

১৯৭১ ও ২০২৫ প্রসঙ্গে ঢাবি শিবিরের সভাপতি বলেন, ‘একটিকে অপরটির মুখোমুখি দাঁড় করানোর রাজনীতি মূলত চব্বিশকে প্রশ্নবিদ্ধ করা এবং পতিত স্বৈরাচারের পক্ষে পরোক্ষ ন্যারেটিভ দাঁড় করানোর অপচেষ্টা। হাসিনার গণহত্যাকে স্বাভাবিক (normalize) করে এবং প্রকারান্তরে দায়মুক্তি দিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনাই তাদের মিশন।

রাজনৈতিক দেউলিয়াত্ব কিংবা হীন স্বার্থে এই আরোপিত বয়ানে সাবস্ক্রাইব করছে কতিপয় স্বঘোষিত ‘বাংলাদেশপন্থি’ ও ‘পোস্ট-আইডিওলোজি’ রাজনীতির কতিপয় ধারকরা।’

ফরহাদ বলেন, ‘চব্বিশে আওয়ামী লীগ ও শাহবাগের রাজনৈতিক করুণ পরাজয়ের পর বাজারে এই কল্পিত ন্যারেটিভ জিইয়ে রাখার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক প্রতিপক্ষ তৈরি করে বিভাজনের পুরোনো অপচেষ্টা মূলত দিল্লির নয়া প্রকল্প। আর এই নয়া প্রকল্পকে সফল করতে উঠেপড়ে লেগেছে পতিত হাসিনাশাহীর প্রত্যক্ষ সহযোগী ও দিল্লির দোসররা।’

‘মুজিব-বাকশাল ও হাসিনা-শাহবাগ প্রকল্প মুক্তিযুদ্ধকে একটি গোষ্ঠীর ইতিহাস বানিয়ে খোদ মুক্তিযুদ্ধকেই প্রশ্নবিদ্ধ করেছে।’

ঢাবি শিবির সভাপতি বলেন, যাদের বয়ান গণহত্যার সম্মতি উৎপাদন করে এবং খোদ মুক্তিযুদ্ধকেই প্রশ্নের সম্মুখীন করে, তাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য দরকার। আমরা মুক্তিযুদ্ধের হাসিনাবাদী ও শাহবাগী বয়ানকে ইনকার করি। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যে ঐতিহাসিক দুর্নীতি ও বেইনসাফি হয়েছে, আমরা তার মূলোৎপাটন করে মুক্তিযুদ্ধের গণ আকাঙ্ক্ষার ইতিহাস বিনির্মাণ করবো।

যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে বলেন, ‘একাত্তরের সব যুদ্ধাপরাধের বিচার হওয়া উচিত ফেয়ার ট্রায়ালে। শাহবাগ কায়েম করে যারা মব সন্ত্রাস করে বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম বিচারিক হত্যাকাণ্ড চালিয়েছে, হাসিনাকে ক্রসফায়ারের বৈধতা দিয়েছে, শাপলা গণহত্যার পক্ষে প্রত্যক্ষ সম্মতি উৎপাদন করেছে এবং চব্বিশে নির্বিচারে গুলি করে নাগরিক হত্যার লাইসেন্স দিয়েছে, তাদের বিচারও করতে হবে। এবং এই বিচারও এমনভাবে হতে হবে, যেখানে কোনো মৌলিক বিচারিক নীতিমালা ভঙ্গ করা হবে না।’

তিনি অভিযোগ করেন, ‘জুলাই পরবর্তী সময়ে বাকশাল, মুজিববাদ ও শাহবাগকে মুক্তিযুদ্ধের সুরতে হাজির করে এর বিরোধিতা করাকে ‘রাজাকার’ বানানোর ন্যারেটিভ হাজির করেছে হাসিনা শাহীর প্রত্যক্ষ সহযোগীরা।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বিকিনিতে ছবি পোস্ট করে সমালোচনার মুখে তন্বী লাহা রায় Aug 06, 2025
img
কোরিওগ্রাফার থেকে এখন নাটকে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন অ্যাডলফ খান Aug 06, 2025
img
সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত Aug 06, 2025
নির্বাচনের তারিখ ঘোষণা, তবে তার আগে সরকারের কাঁধে পাহাড়সমান দায়িত্ব! Aug 06, 2025
কয়জন এমপি মন্ত্রীর ছেলে মারা গেছে প্রশ্ন নুরুল হক নুরের Aug 06, 2025
গাজা দখলে নেতানিয়াহুকে বাধা দিবেন না ট্রাম্প Aug 06, 2025
img
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে দেওয়া হবে বডি ক্যামেরা : স্বরাষ্ট্র উপদেষ্টা Aug 06, 2025
কারা এই ৩ মাফিয়া যারা নিয়ন্ত্রণ করছে বিশ্ব অর্থনীতি? Aug 06, 2025
সেন্সরশিপ নিয়ে দ্বন্দ্বে মোদি ও এলন মাস্ক Aug 06, 2025
অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরিয়ান এবার শাস্তির মুখে! Aug 06, 2025
img
দ্বন্দ্বের পর জিতু-দিতিপ্রিয়াকে কী দেখা যাবে এক মঞ্চে! Aug 06, 2025
img
রাজধানীতে তীব্র যানজট, চরম ভোগান্তিতে নগরবাসী Aug 06, 2025
img
‘ইউএলপি’ নামে নতুন দলের আত্মপ্রকাশ Aug 06, 2025
img
জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : তারেক রহমান Aug 06, 2025
img
পার্ক করা গাড়ির ভেতর থেকে অভিনেতার মরদেহ উদ্ধার Aug 06, 2025
img
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ৪২৮ Aug 06, 2025
img
নির্বাচিত সরকার ছাড়া জবাবদিহি প্রতিষ্ঠা হয় না : সেলিমা রহমান Aug 06, 2025
img
বিএনপির নেতাকর্মীরা কারো কাছে মাথানত করেনি: ফখরুল Aug 06, 2025
img
শ্রীলঙ্কার সৈকতে সাহসী রূপে ধরা দিলেন অভিনেত্রী টয়া Aug 06, 2025
img
সেনাবাহিনীকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল Aug 06, 2025