এগারো বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন আছেন নরেন্দ্র মোদি। তার দল বিজেপিকে প্রায়শই দায়ী করা হয় কট্টর হিন্দুত্ববাদের জন্য। অথচ, তারই আছেন একজন ‘পাকিস্তানি বোন’। তথ্যটি চমকে যাওয়ার মতো হলেও সত্যিই একজন পাকিস্তানি নারী আছেন, যিনি প্রতি বছর নরেন্দ্র মোদীর হাতে রাখি বেঁধে দেন এবং সেই রাখি তিনি নিজে হাতে তৈরি করেন। মোদির সেই পাকিস্তানি বোনের নাম কোমার মহসিন শেখ। এবারও রাখি নিয়ে তৈরি তিনি। তার হাতে তৈরি ওই রাখিতে লেখা ‘ওঁম’, বসানো ছোট্ট গণেশও।
পাকিস্তানের করাচিতে জন্ম কোমারের। ১৯৮১ সালে বিবাহসূত্রে ভারতে আসেন তিনি। এখন থাকেন আহমেদাবাদে। প্রায় ৩০ বছর হয়ে গেল, মোদীর হাতে রাখি বাঁধছেন তিনি।
ইন্ডিয়া ট্যুডের এক প্রতিবেদন অনুযায়ী, নরেন্দ্র মোদি যখন রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সংঘ বা আরএসএসের সদস্য ছিলেন, সেই সময় থেকেই মোদিকে রাখি পরান কোমার। আরএসএস থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী, এমনকি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও মোদি নিয়ম করে প্রতি বছর এই পাকিস্তানি কন্যার হাত থেকে রাখি পরেন।
কোমার জানান, গুজরাটের প্রাক্তন রাজ্যপাল প্রয়াত স্বরূপ সিংয়ের মাধ্যমেই নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। তিনি যেদিন ভারতে পা রাখেন, সেদিন বিমানবন্দরে ছিলেন মোদি। স্বরূপ সিং তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন, কোমার তার মেয়ের মতো। তা শুনে মোদি বলেছিলেন, তা হলে তো কোমার তার বোন। সেই থেকেই মোদিকে রাখি পরানো শুরু করেন কোমার।
সংবাদসংস্থা পিটিআইকে কোমার বলেন, প্রতি বছরই আমি হাতে তৈরি রাখি নিয়ে যাই। কারণ, আমার হাতে তৈরি রাখি খুবই পছন্দ মোদির। আমি কখনো দোকান থেকে কিনে কার্ডও দেই না তাকে। যদি কখনও কিছু লিখি, তা হলে নিজে হাতে গুজরাটিতে লিখে দিই। এক মাস আগে থেকে আমার রাখির প্রস্তুতি শুরু হয়ে যায়। ৪-৫ টা রাখি বানাই। যেটা সব থেকে ভালো লাগে, সেটাই তার হাতে বাঁধি। এবারও ভাই যদি আমাকে ডাকেন, ইনশাআল্লাহ, আমি ওখানে গিয়ে এই রাখি পরাব।
এমকে/এসএন