এক টানা শুটিং শেষ করে গেল বছরের ডিসেম্বরে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। বেশ লম্বা সময় অবসর যাপন করে প্রায় ৭ মাস ১০ দিন পর দেশে ফিরেছেন নাটকের এই ‘বড় ছেলে’।
আজ ৫ আগস্ট, মঙ্গলবার সকালের একটি ফ্লাইটে দেশে ফিরেন অপূর্ব। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার বিষয়ে মন্তব্য করলেন আরেক অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।
বললেন, ‘সব শিল্পীদের জীবন কালে আমেরিকার এই সাত মাস যেন বাধ্যতামূলক হয়ে গেছে।’
অবশ্য এর কারণ উল্লেখ করলেন না। শুধু জানালেন এটার প্রয়োজন আছে। মঙ্গলবার সামাজিক মাধ্যমে অপূর্বকে স্বাগত জানিয়ে লেখা এক পোস্টে জয় বলেন, ‘ওয়েলকাম ব্যাক মাই ব্রাদার।
তুমি আমাদের ভালো ভালো কাজ দাও। বিদেশের কাজ শেষ।’
এরপরই শিল্পীদের বিদেশে থাকা বা যাওয়া প্রসঙ্গে জয় বলেন, সব শিল্পীদের জীবন কালে আমেরিকার এই সাত মাস যেন বাধ্যতামূলক হয়ে গেছে। এবং এর প্রয়োজনও আছে।
আগে হয়তো অনেকে বুঝতো না এখন সবাই বুঝে।’
শিল্পীরা অভিনয়ের জন্য দেশকে পছন্দ করেন- এমন অভিমত জয়ের। এ প্রসঙ্গে আলোচিত অভিনেতা জয় বলেন, ‘এবার দেশে নতুন উদ্যমে অপূর্ব ম্যাজিক চলতে থাকুক। পৃথিবীর সব পেশার মানুষের জন্য বিদেশ স্বর্গ। কিন্তু অভিনেতার জন্য তার দেশ তার সংস্কৃতি তার গল্প তার লোকেশন শতভাগ দেশীয় ছাড়া সে আরাম পায় না।
এসএন