ফের প্রাকৃতিক বিপর্যয়ে কেঁপে উঠল উত্তরাখণ্ড। ১২,৬০০ ফুট উচ্চতায় মেঘভাঙা বৃষ্টির জেরে হঠাৎ হুড়মুড়িয়ে নেমে এল হড়পা বান। মাত্র ৩০ সেকেন্ডের ভয়াল প্রভাবে তছনছ হয়ে গেল উত্তরকাশীর হর্ষিল উপত্যকা আর ধরালী গ্রাম। ভেসে গেল ঘরবাড়ি, হোটেল, হোমস্টে—সব কিছু। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিপর্যয়ের হৃদয়বিদারক ভিডিয়ো। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সন্ত্রস্ত বলিউড অভিনেত্রী সারা আলি খান।
সারা তাঁর কেরিয়ারের প্রথম ছবি ‘কেদারনাথ’-এর সূত্রেই জড়িয়ে আছেন উত্তরাখণ্ডের সঙ্গে। পরবর্তীতে মহাদেব ভক্তি আর কেদারনাথ যাত্রায় তাঁকে বারবার দেখা গেছে এই রাজ্যে। তাই উত্তরকাশীর এই বিপর্যয়ে আবেগ ধরে রাখতে পারলেন না অভিনেত্রী। সমাজমাধ্যমে শোকবার্তা দিয়ে লিখলেন,
“উত্তরাখণ্ডের ঘটনায় যাঁদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। প্রত্যেকে যাতে শক্তি সঞ্চয় করে সুস্থ হয়ে উঠতে পারে, সেই প্রার্থনা করছি।”
সারা শুধু সমবেদনা জানিয়েই থেমে থাকেননি। দুর্গতদের সাহায্যে উত্তরকাশী জেলার আপৎকালীন হেল্পলাইন নম্বরগুলো নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। এ পর্যন্ত বহু প্রাণহানি ঘটেছে, আর উদ্ধার করা হয়েছে ১৩০ জনকে।
প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু নয়, ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হর্ষিল হেলিপ্যাড, সেনা ছাউনি, ধর্মীয় স্থান এবং বহু আবাসিক এলাকা। উপরের পাহাড় থেকে নামা কাদা, পাথর, বোল্ডার ভাসিয়ে নিয়ে গেছে সবকিছু। ক্ষীরগঙ্গা নদীর উপর দিয়ে নেমে আসা জলস্রোত ঠেলে দিয়েছে গ্রামজুড়ে মৃত্যুর ছায়া।
এই বিপর্যয়ে কাঁদছেন শুধু সারা নন, আবেগে ভাসলেন অভিনেত্রী উর্বশী রৌতেলাও। তিনি নিজেও উত্তরাখণ্ডের মেয়ে। তাঁর কথায়,
“হরিদ্বারের মেয়ে আমি। তাই উত্তরাখণ্ডের প্রতিটি নিঃশ্বাসে নিজের আত্মার খোঁজ পাই। যা ঘটছে তা ভাষায় প্রকাশ করতে পারছি না। সবাই মিলে হাত মিলিয়ে এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো উচিত।”
উত্তরকাশীর এই বিপর্যয়ে এখনও পর্যন্ত প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ সম্ভব হয়নি। উদ্ধারকাজ চললেও টানা বৃষ্টির কারণে বিপর্যয় মোকাবিলা দল বারবার বাধার মুখে পড়ছে। তবে প্রশাসন ও সাধারণ মানুষের পাশাপাশি এই দুর্দিনে বলিউড তারকারা পাশে দাঁড়িয়ে কিছুটা হলেও সাহস যোগাচ্ছেন এই বিপর্যস্ত পাহাড়ি জনপদকে।
এসএন