লিগস কাপের নকআউট নিশ্চিত করতে মাঠে নামছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। প্রতিপক্ষ পুমাস। ইনজুরির কারণে আর্জেন্টাইন সুপার স্টারের খেলা নিয়ে আছে শঙ্কা। জয় পেলে সরাসরি লিগস কাপের নক আউটে পা রাখবে দ্য হেরনসরা। পয়েন্ট হারালে অপেক্ষা করতে হবে অন্য প্রতিপক্ষের ফলাফলের ওপর। চেজ স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায়।
লিগ কাপের সবশেষ ম্যাচে মাত্র ১১ মিনিট মাঠে ছিলেন লিওনেল মেসি। ডান পায়ে ব্যথা নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের শুরুতেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। যদিও পরবর্তীতে জানা গেছে চোট ঘোরতর নয়। তবে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। মেডিকেল টিমের সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত মেসিকে মাঠে নামাতে চাইছে না ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। যে ইনজুরিতে মেসি পড়েছেন, তাতে তাকে ২ সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে।
মেসিকে ছাড়াই জয় আগের ম্যাচে জয় পেয়েছে মায়ামি। ডি পল, জর্ডি আলবারা দারুণ ছন্দে। তাদের ওপর ভর করে ৫ পয়েন্ট নিয়ে লিগস কাপের প্রথম লেগের টেবিলে আছে ৫ নম্বরে। চার নম্বরে থাকা লস অ্যাঞ্জেলসের পয়েন্ট ৬। ফলে ইন্টার মায়ামি জিতলেই নিশ্চিত হবে নকআউট।
ইন্টার মায়ামি শিবিরে লিওনেল মেসি ছাড়াও ইনজুরিতে ভুগছেন ওবানদো, ওস্কারো, রদ্রিগেজরা। তাই মাশচেরানো একাদশ সাজাতে পারেন আক্রমণভাগে সুয়ারেজ, পিকল্ট, সেগুভিয়াদের নিয়ে। তাছাড়া বুসকেটস, আলবা, ডি পলরা আছেন মাঝ মাঠের দায়িত্বে।
প্রতিপক্ষ পুমাস শিবিরেও আছে ইনজুরি সমস্যা। গোলরক্ষক নাভাসও মিস করবেন এই ম্যাচ। তবে নকআউটের বিবেচনায় ছাড় দিতে চাইবে না পুমাস। হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই দলের মাঝে। অন্যদিকে মাশচেরানো চাইবেন এই ম্যাচ জিতে নিশ্চিন্তে শেষ আটে পা রাখতে।