বাংলাদেশের নিরাপত্তার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরকারই দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন ওরফে ভিপি জয়নাল। তিনি বলেছেন, ‘সীমান্তের ওপারে ঘাতকরা ঘাপটি মেরে বসে আছে, যেকোনো মুহূর্তে তারা এ দেশে চলে আসতে পারে। সুতরাং আমাদের সজাগ থাকতে হবে।’
বুধবার (৬ আগস্ট) বিকেলে ফেনী প্রেস ক্লাবের সামনে বিজয় উৎসবের সংক্ষিপ্ত সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক জয়নাল আবদীন বলেন, ‘গণতন্ত্র রক্ষায় এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জুলাই ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মানুষের ধারে ধারে গিয়ে ভোট চাইতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হবে।
তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির আন্দোলন এখনো শেষ হয়নি। বিএনপি জানে কিভাবে অধিকার আদায় করে নিতে হয়। প্রধান উপদেষ্টার ঘোষণার প্রতি আমরা আস্থা রাখতে চাই।
নির্বাচন নিয়ে কোনো রকম টালবাহানা হলে জনগণ তা মেনে নেবে না।’
ভিপি জয়নাল বলেন, ‘সারা দেশে আওয়ামী ফ্যাসিবাদীরা লুকিয়ে থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে। এরা দেশকে অস্থিতিশীল করতে সুযোগের অপেক্ষায় রয়েছে। এদের হাতে থাকা মারণাস্ত্রগুলো দ্রুত উদ্ধার করতে হবে। অবিলম্বে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্যসচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহম্মদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, মশিউর রহমান বিপ্লব, আবু তালেব ও অ্যাডভোকেট শাহানা আক্তার শানু।
অনুষ্ঠানে ফেনী জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপিসহ বিভিন্ন উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউটি/টিএ