বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, আমরা দেখছি একটি রাজনৈতিক দল যারা এখনো আমাদের মুক্তিযুদ্ধ মেনে নিতে পারেনি, তারা জুলাই সনদে ৭১ আছে বলে হতাশ হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেলে খুলনার শিববাড়ী মোড়ে মহানগর ও জেলা আয়োজিত বিএনপির বিজয় মিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘যারা ৭১ মেনে নিতে পারে না, তারা জুলাই সনদ মেনে নিতে পারেনি। তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। যারা বলেন পিআর না হলে নির্বাচন হতে দেবেন না। তারা মুক্তিযুদ্ধের সময়ও বলেছিল দেশ স্বাধীন হতে দেবে না। পরিষ্কার বলি ষড়যন্ত্র থেকে বের হয়ে আসুন। জনগণের ভোটে নির্বাচন হবে।’
ড. ইউনূসকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘দেশের কোটি কোটি মানুষ আপনার পাশে আছে। আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকুন।’
পরে বিজয় মিছিল শিববাড়ি থেকে শুরু হয়ে রেলস্টেশন, ফেরিঘাট মোড় হয়ে রয়েল চত্বরে শেষ হয়।
এর আগে বিএনপির আরেকটি অংশ নগরীতে সমাবেশ ও বিজয় মিছিল করে।