বিপদে পড়েছেন ভারতীয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তার বিরুদ্ধে করা এক প্রতারণা মামলা খারিজের আবেদনে সাড়া দেয়নি কলকাতা হাইকোর্ট। বিচারপতির নির্দেশ, এ নিয়ে তদন্ত চলবে।
ভারতীয় গণমাধ্যমের খবর, এইও তদন্তে হযোগিতা করতে হবে মিঠুনকে। তবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না তাকে।
সম্প্রতি মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন তার প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরী ও তার স্ত্রী।
পুলিশের কাছে ওই দম্পতির অভিযোগ, ঘর ডেকোরেশনের জন্য মিঠুন ও এক ঠিকাদারের কাছে বাড়তি টাকা দেওয়া হয়। সেই টাকা চাপ দিয়েই নেন তারা। খরচের পর বাকি টাকা ফেরত দেবেন বলেও কথা দেন অভিনেতা আর ওই ঠিকাদার। কিন্তু সেই টাকা তাদের দেওয়া হয়নি।
ওই দম্পতির অভিযোগ, মিঠুন চক্রবর্তীর কাছ থেকে তারা প্রায় ৩৫ লাখ টাকা পান। সুমনের স্ত্রী-ও স্বামীর হয়ে টাকা চাইতে গেলে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হন বলেও অভিযোগ।
এরপরই ওই দম্পতি চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেন। সম্প্রতি ওই অভিযোগ খারিজের আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মিঠুন।