পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ছিল একটি জেলখানার মতো।
তিনি বলেন, “হাসিনার সময়ে পুরো দেশটাই একটা জেলখানা ছিল। কারণ, আমরা কেউই মন খুলে কথা বলতে পারতাম না, নিজের মত করে চিন্তা করতে পারতাম না। তাই আওয়ামী লীগের সময়কালে আমার কাছে দেশটাকে একটা জেলখানা মনে হয়েছে।”
বুধবার (৬ আগস্ট) বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘জুলাই কারাবন্দীদের স্মৃতিচারণ’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি কারাবন্দীদের অভিজ্ঞতা ও স্বাধীন মত প্রকাশের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।
রিজওয়ানা হাসান বলেন, “শিক্ষার্থীরা যখন তাদের বন্ধুদের মরতে দেখেছে, তখন তারা একেবারে নিঃস্বার্থভাবে রাস্তায় নেমে এসেছে। এই যে নিজের জীবনের মায়া ছেড়ে দিয়ে দেশের জন্য নিঃস্বার্থভাবে দাঁড়িয়ে গেছে– এই শক্তিটাই আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আমরা যে দেশ গড়তে চাই, সেটি গড়তে হলে নিঃস্বার্থ, আত্মত্যাগের জায়গা থেকেই দেশটা গড়তে হবে।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনার শাসনামলের আয়নাঘর তার শাসনামলের নিষ্ঠুরতার একটি অংশ। আমি যখন জেলে থাকা মানুষের কষ্টের কথা শুনলাম, তখন বুঝেছি – তাদের কষ্ট কোনো অংশেই আয়নাঘরে থাকা মানুষের কষ্টের চেয়ে কম নয়। অভ্যুত্থানের সময়ে যারা জেলে গিয়েছেন, তাদের ভোগান্তির কথা শুনেছি। তাদের নামের তালিকা যেমন সংরক্ষণ করা প্রয়োজন, তেমনি তাদের কষ্টের বর্ণনাও সংরক্ষণ করা জরুরি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ভূঁইয়া, জামায়াতে ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার এবং গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর।
এমআর/টিএ