প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৬ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক কে. এম মফিজুর রহমান তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
এ সময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন।উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা গেছে, ১১ ব্যক্তির কাছে থেকে আসামি বাশার এক কোটি ১৮ লাখ ৩৪ হাজার টাকা আত্মসাৎ করেন।
এ ঘটনায় গত ১ জুন গুলশান থানায় মামলা হয়। এর আগে গত ১৪ জুলাই দুপুরে রাজধানীর ধানমণ্ডির একটি ভবনের নিচতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৫ জুলাই আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এমআর/টিএ