ভয়াবহ দাবানলে পুড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলমান দাবানলে আট শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ভস্মীভূত হয়েছে ৯১ হাজার একর বনভূমি। এদিকে দক্ষিণ ফ্রান্সের একটি গ্রামে দাবানলে পুড়েছে অন্তত ২৫টি বাড়ি। নিহত অন্তত একজন, নিখোঁজের খবরও নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
ইউরোপের আরেক দেশ স্পেনে চলছে দ্বিতীয় দফার দাবানল। দেশজুড়ে বিভিন্ন স্থানে সতর্কতা জারি করেছে প্রশাসন। এর মধ্যেই ৪০ ড্রিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় ভুগছে দেশটির বাসিন্দারা।
স্থানীয় সময় গত সোমবার (৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা ও সান লুইস ওবিসপো কাউন্টির লস পাদ্রেস ন্যাশনাল ফরেস্টের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। চলমান দাবানল এবার ছড়িয়েছে সান বার্নাডিনো কাউন্টিতে।
এই এলাকায় পাঁচ একরের বেশি জায়গাজুড়ে আট শতাধিক বেশি বাড়িঘর পুড়ে গেছে। পাহাড়ি এলাকায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ক্যালিফোর্নিয়ায় চলতি বছরের সবচেয়ে বড় এই দাবানলে গত বুধবার পর্যন্ত ৯১ হাজার একর বনভূমি ভস্মীভূত হয়েছে।
দাবানলের ভয়াবহতার সাক্ষী হচ্ছে ইউরোপের দেশ ফ্রান্সও। দেশটির দক্ষিণের অড অঞ্চলের একটি গ্রামের অন্তত ২৫টি বাড়ি পুড়েছে। ১৩ হাজার হেক্টরের বেশি জায়গাজুড়ে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে চার হাজারের বেশি ফায়ার সার্ভিসের কর্মী।
এছাড়া আড়াই হাজারের বেশি বাড়ীঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। নিহত এবং নিখোঁজের খবরও নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়ার নির্দেশনা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
স্পেনেও চলছে দ্বিতীয় দফার দাবানল। উপকূলীয় শহর তারিফায় দেখা গেছে দাবানলের কালো ধোঁয়া। স্থানীয় প্রশাসন জানায়, একটি ক্যারাভ্যান থেকে আগুনের সূত্রপাত। এরপর দাবানল পাহাড় বেয়ে সমুদ্রসৈকতে ছড়িয়ে পড়ে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ী ও হোটেল খালি করার নির্দেশ দেয়া হয়।
এছাড়াও গ্যালিসিয়া অঞ্চলের পন্তেসেছোতে দাবানল ছড়িয়েছে। এর মধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এমনকি দেশের বিভিন্ন স্থানে দাবানলের কারণে প্রচন্ড গরমের সতর্কতা জারি করেছে প্রশাসন।
কেএন/এসএন