‘হিরো আলম আামাকে দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। সে আত্মহত্যার নাটক করেছে, আমি তার কাছে ফিরে গেলাম, গিয়ে দেখি তার মধ্যে কোনো পরিবর্তন নেই। সে আগের মতোই আছে। একবার মিথিলার কাছে যায় একবার ইতির কাছে যায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি হিরো আলমকে ডিভোর্স দিব।’
বলছিলেন মডেল রিয়া মনি। বৃহস্পতিবার দুপুরে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে আশরাফুল আলম ওরফে হিরো আলম নিজের সামাজিক মাধ্যমে বেশকিছু ভিডিও প্রকাশ করেন।
যেখানে বলা হচ্ছে, মডেল ম্যাক্স অভি ও রিয়ামনি কক্সবাজারে একটি আবাসিক হোটেলে রয়েছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে রিয়ামনি বলেন, ‘হ্যা, আমরা কক্সবাজারে। আমি ও ম্যাক্স অভি একটা কাজে কক্সবাজারে এসেছি। তবে ঢাকায় গিয়ে আমি হিরো আলমকে ডিভোর্স দিব। কারণ সে আমাকে দেওয়া কথা ভঙ্গ করেছে। কদিন আগে বগুড়া যাওয়ার কথা বলে সে ইতির কাছে গিয়েছে। আমার কাছে ভিডিও আছে, চাইলে আমি ভিডিও দিতে পারবো।’
রিয়া মনি দাবি করেন হিরো আলম অনেকের সঙ্গেই সম্পর্ক রেখেছে, অথচ রিয়া মনির কাছে প্রতিজ্ঞা করেছিলেন তিনি এসব থেকে বেরিয়ে আসবেন। এ বিষয়ে রিয়া মনি বলেন, ‘কদিন আগে হিরো আলম বাসা থেকে বের হচ্ছিল বগুড়া যাবে বলে।
সে সেজেগুজে বাসা থেকে বের হলো, কিন্তু গেল ইতির কাছে। এরপর ইতিকে নিয়ে বগুড়া গেছে। বলেন এটা কি কেউ মেনে নেবে?’
মডেল ম্যাক্স অভিকেই বিয়ে করবেন জানিয়ে আলোচিত এই মডেল বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি হিরো আলমকে ডিভোর্স দেব। এরপর হাতে তিন মাস সময় থাকবে। এই তিনমাসে অভিকে আমি দেখবো। যদি মনে হয় তার সঙ্গে থাকা যায় তাহলে আমি অভিকে বিয়ে করবো।’
কেএন/এসএন