সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য থাকলেও, এ সংখ্যা আরও ৫০ হাজার বাড়ানো হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, সেনাবাহিনীর সদস্য সংখ্যা ৬০ হাজার থেকে বাড়িয়ে আরও বিস্তৃত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের অধীনে সেনাবাহিনী এখনও মাঠে রয়েছে এবং তারা দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও জানান, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নিরাপত্তা জোরদার করা জরুরি হয়ে পড়েছে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়াতেও উদ্যোগ নেওয়া হচ্ছে। আসন্ন নির্বাচনে সব পক্ষ যেন আস্থা রাখতে পারে, সেই পরিবেশ তৈরি করাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানান প্রেস সচিব।
টিকে/