ভারতীয় সিনেমায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে আসছে ‘দ্য রাজা সাব’। হরর, রূপকথা, ফ্যান্টাসি আর বাণিজ্যিক বিনোদনের অনন্য মিশেলে তৈরি এই ছবিটি কেবল আরেকটি হরর-কমেডি নয় , এটি ভারতের প্রথম মাল্টিভার্স অনুপ্রাণিত ফ্র্যাঞ্চাইজির সূচনা।
এই ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে। পরিচালনায় মারুতি, প্রযোজনায় টি জি বিশ্বপ্রসাদ। ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলা এই ছবিটি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। জুনে প্রকাশিত টিজারে উঁকি মিলেছে ছবির দৃশ্যপট যেখানে ভারী ভিএফএক্স, রঙিন লোককথার আবহ আর অজানা জগতের রহস্যে মোড়া এক চলচ্চিত্র-ভুবন।
কাস্টিংয়েও চমক রয়েছে। প্রভাসের পাশাপাশি আছেন সঞ্জয় দত্ত, নিধি আগরওয়াল, মালবিকা মোহনন এবং ঋদ্ধি কুমার। সাউন্ডট্র্যাকে সংগীত পরিচালনায় থামান এস, যিনি নিজেই এখন একটি ব্র্যান্ড হয়ে উঠেছেন। এই মুহূর্তে চলছে পোস্ট-প্রোডাকশনের ব্যস্ততা, যেখানে ৪ ঘণ্টা ৩০ মিনিটের মূল কাট ছোট করে দর্শকের উপযোগী চূড়ান্ত সংস্করণ তৈরি হচ্ছে। অক্টোবরের শেষেই তৈরি হবে চূড়ান্ত সংস্করণ।
সবচেয়ে বড় চমকটি লুকিয়ে আছে ভবিষ্যতের পরিকল্পনায়। ‘দ্য রাজা সাব ২’ কোনও সিক্যুয়েল নয়, বরং একদম নতুন এক মহাবিশ্বে দাঁড়িয়ে সম্পূর্ণ আলাদা কাহিনি বলবে। এক ফ্র্যাঞ্চাইজি, বহু জগত, বহু গল্প এই মাল্টিভার্স কনসেপ্ট নতুনভাবে রূপ দিচ্ছে ভারতীয় সিনেমার ধারায়।
এই ছবি কেবল একটি নতুন ঘরানার নয়, এটি হতে চলেছে সাহসী এক পরীক্ষা যেখানে বাণিজ্যিক সফলতা আর সৃজনশীল চ্যালেঞ্জ হাত ধরাধরি করে হাঁটবে।
এমকে/টিএ