চোখ-মুখ বসে গিয়েছে, হাতে জোড়া আইভি লাইনের ছোঁয়া, হাসপাতালের বিছানায় নিস্তেজ শরীর—এই চিত্রেই ভেসে উঠেছে বলিউড অভিনেত্রী শেহনাজ় গিল। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই একটি ছবিই উদ্বেগ ছড়িয়েছে ভক্তদের হৃদয়ে। কী হয়েছে তাঁদের প্রিয় ‘বিগবস্’ খ্যাত তারকার?
শেষমেশ রহস্য ভাঙলেন অভিনেতা কর্ণবীর মেহরা। জানালেন, শেহনাজ় খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁর ভাষায়, “খাবারে বিষক্রিয়ার জেরে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে শেহনাজ়। খুব গুরুতর কিছু না হলেও, এই ধরনের বিষক্রিয়া মারাত্মক রূপ নিতে পারে। যখন দেখা করতে গেলাম, তখন ও মোটেও ভালো ছিল না। তবে বিশ্রাম নিলে ও দ্রুত সেরে উঠবে বলে বিশ্বাস রাখছি।”
কর্ণবীর আরও জানান, হাসপাতালে ভর্তি হওয়ার ঠিক আগের দিনও শেহনাজ় ছিলেন বন্ধুদের সঙ্গে আড্ডায়। খাওয়াদাওয়া, হাসি-মজা—সবই ছিল স্বাভাবিক। কারও বুঝবার উপায় ছিল না, পরের দিনই হাসপাতালে পৌঁছাতে হবে তাঁকে।
অবশ্য শেহনাজ়ের এই দুর্দশার মাঝেও এক ঝলক স্বস্তি দিয়েছেন অভিনেত্রী নিজেই। কর্ণবীর তাঁর সঙ্গে দেখা করতে গেলে ক্যামেরার দিকে তাকিয়ে হালকা হাসিও দেন শেহনাজ়। কর্ণবীর বলেন, “ওর দিকে তাকিয়ে বললাম—এই দেখো বেচারিকে। ওর কী যে হয়েছে!” তখনও ক্যামেরার দিকে তাকিয়ে শেহনাজ় বলেন, “এ (কর্ণবীর) আমাকে খুব হাসাচ্ছে।”
শেহনাজ় গিল ও কর্ণবীর মেহরা দুজনেই জনপ্রিয়তা পেয়েছেন ‘বিগবস্’এর ঘরে থেকে। সেই সূত্রেই বন্ধুত্ব, যার প্রমাণ মিলেছে এই বিপদের সময় পাশে থাকার মধ্য দিয়েও। যদিও এখনো শেহনাজ়ের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে তাঁর অনুরাগীরা আশায় আছেন, প্রিয় অভিনেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠবেন।