মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে এবং এ নিয়ে "ভালো সম্ভাবনা" রয়েছে। তিনি বলেন, তার বিশেষ দূত ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে “খুব ভালো আলোচনা” হয়েছে।
হোয়াইট হাউসে এক সাংবাদিক প্রশ্ন করলে ট্রাম্প বলেন, দুই পক্ষের মধ্যে এমন বৈঠকের বিষয়ে "খুব ভালো অগ্রগতি" হয়েছে, যদিও তিনি বিস্তারিত কিছু জানাননি। এর আগে ক্রেমলিন থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, পুতিন ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে মস্কোয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এক পররাষ্ট্র নীতিবিষয়ক উপদেষ্টা জানান, উভয় পক্ষের মধ্যে “সংকেত বিনিময়” হয়েছে এবং আলোচনা ছিল “গঠনমূলক”।
এই বৈঠক এমন এক সময় হলো যখন ট্রাম্প রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধবিরতিতে সম্মত হতে সময় বেঁধে দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সম্মতি না দিলে মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে সতর্ক করেছেন তিনি।
হোয়াইট হাউস নিশ্চিত করেছে, রাশিয়া সরাসরি ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছে এবং ট্রাম্পও পুতিন ও জেলেনস্কি। উভয়ের সঙ্গেই সাক্ষাতে আগ্রহী।
হোয়াইট হাউস থেকে দেয়া বিবৃতির কিছুক্ষণ পর, ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, "আমি ইউরোপের কয়েকজন মিত্র রাষ্ট্রপ্রধানকে এই আলোচনার বিষয়ে অবহিত করেছি। সবাই একমত যে এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত। আগামী দিন ও সপ্তাহগুলোতে আমরা সেই পথেই কাজ করব।"
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানান, তিনি ট্রাম্পের সঙ্গে উইটকফের সফর নিয়ে কথা বলেছেন এবং আলোচনায় কিছু ইউরোপীয় নেতাও যুক্ত ছিলেন। জেলেনস্কির মতে, রাশিয়া কেবল তখনই শান্তির বিষয়ে গুরুত্ব দেবে, যখন তাদের অর্থনৈতিক সম্পদ ফুরিয়ে আসবে।
সূত্র : বিবিসি