ভারতের উত্তরাখণ্ডের ধারালি গ্রামে ঘটেছে ভয়াবহ মেঘ বিস্ফোরণ। এতে অন্তত চারজন নিহত ও শতাধিক মানুষ নিখোঁজ হয়েছেন। আকস্মিক বন্যায় গ্রামটি কর্দমাক্ত পানিতে তলিয়ে গেছে। প্রবল বৃষ্টির সঙ্গে পাহাড়ি ধ্বংসাবশেষের স্রোত একসাথে নেমে এলে মুহূর্তেই ঘটেছে এই বিপর্যয়। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, ঘটনাটি ক্লাউডবার্স্ট বা মেঘ বিস্ফোরণের ফলেই ঘটেছে।
ভারতের আবহাওয়া বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিমাঞ্চলে ২১০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। ক্লাউডবার্স্ট বলতে বোঝায়, প্রতি ঘণ্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত, যা সাধারণত ৩০ বর্গকিলোমিটারের কম এলাকায় ঘটে। বর্ষাকালে হিমালয়ের পাদদেশে এমন ঘটনা বেশি ঘটে থাকে।
মেলবোর্ন ইউনিভার্সিটির আবহাওয়াবিদ রুচিত কুলকার্নি জানান, আরব সাগর থেকে আসা আর্দ্র বাতাস পাহাড়ে বাধা পেয়ে ওপরে উঠে যায়, এই প্রক্রিয়াকে বলে অরোগ্রাফিক লিফট। এর ফলে বিশাল কিউমুলোনিম্বাস বা উলম্ব মেঘ তৈরি হয়, যা একসময় অত্যধিক ভারী হয়ে হঠাৎ ফেটে যায় এবং সৃষ্টি করে মেঘ বিস্ফোরণ।
২০১৩ সালের কেদারনাথ দুর্যোগেও এমনই এক ক্লাউডবার্স্টে প্রাণ হারিয়েছিলেন ছয় হাজার মানুষ। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস ও অ্যারোসল কণার বৃদ্ধিই ছিল সেই অতিবর্ষণের বড় কারণ। গবেষণায় আরও উঠে এসেছে, জলবায়ু পরিবর্তনের কারণে ভারতজুড়ে এ ধরনের মেঘ বিস্ফোরণের ঘটনা বাড়ছে, যা ভবিষ্যতের জন্য বড় সতর্কবার্তা।
এসএন