ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক ইস্যুতে এখনই ফোনে কথা বলার পরিকল্পনা নেই। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমি নিজেকে অপমানিত হতে দিতে পারি না।’
সম্প্রতি ট্রাম্প ব্রাজিল থেকে আমদানি হওয়া কিছু পণ্যের ওপর প্রায় ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে লুলা বলেন, ব্রাজিল এর জবাবে পাল্টা শুল্ক আরোপ করবে না, তবে আলোচনার পথ খোলা থাকবে।
লুলা বলেন, ‘ট্রাম্পের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু আমি সবার কাছ থেকে সম্মান আশা করি যেমন আমি নিজেও অন্যদের সম্মান করি।’
এ ছাড়া ট্রাম্প ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া বন্ধে রাজনৈতিক চাপ তৈরি করতে পারেন, যা লুলার মতে ‘অগ্রহণযোগ্য’।
সূত্র : রয়টার্স
এমকে/টিএ