এক সময় বলিউডে 'লভযাত্রি' ছবির মাধ্যমে নজর কাড়েছিলেন ওয়ারিনা হুসেইন। এরপর ‘দাবাং থ্রি’-এর জনপ্রিয় গান ‘মুন্না বদনাম হুয়া’-তেও ঝলক দেখিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তবে গত কিছু মাস ধরে তিনি ছিলেন একেবারে আড়ালে। হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরে গিয়েছিলেন, তাতে তাঁর অনুরাগীদের মধ্যে তৈরি হয় নানা জল্পনা।
অবশেষে ৬ আগস্ট ইনস্টাগ্রামে ফিরলেন তিনি, তাও এক নতুন পরিচয়ে। নিজেকে পরিচয় দিলেন ‘হীরা ওয়ারিনা’ হিসেবে। শুধু নাম নয়, বদলেছে তাঁর জীবনের দৃষ্টিভঙ্গিও। ইনস্টাগ্রামে ফিরে একটি গভীর বার্তায় জানালেন, এই রূপান্তরের পেছনে রয়েছে আত্মিক অনুপ্রেরণা এবং সংখ্যাতত্ত্ব। লেখেন, “নতুন অধ্যায়। একই আত্মা, শুধু আগের চেয়ে অনেক বেশি সজাগ ও সুষম।”
তাঁর এই পরিবর্তনের সঙ্গে যুক্ত এক রহস্যময় বার্তাও শোনা গেল—নিজেকে বললেন ‘অ্যালিয়েন’। অর্থাৎ, তিনি নিজেকে এখনও ভিনগ্রহের কেউ বলেই ভাবছেন—যেমনটা তার আগেও ইঙ্গিত করেছিলেন নানা সময়।
ওয়ারিনা বা হীরা বরাবরই বলিউডে ছিলেন এক রহস্যময় মুখ। গ্ল্যামার, নাচ এবং নীরবতা মিলিয়ে তিনি তৈরি করেছিলেন নিজস্ব অবস্থান। এবার নতুন নামে, নতুন পরিচয়ে ফের আলোচনায় তিনি। কেউ কেউ বলছেন, এটা তাঁর অভিনয়জীবনে নতুন অধ্যায়ের শুরু। আবার কেউ কেউ মনে করছেন, এই রূপান্তর শুধুই ব্যক্তিগত, বড় কোনো ঘোষণার প্রস্তুতি নয়।
যদিও এখনো নতুন কোনো সিনেমা বা প্রজেক্টের কথা প্রকাশ্যে আনেননি হীরা, তবে অনুরাগীদের আশা—চুপিসারে নিজেকে নতুন করে গড়ে নিয়ে হয়তো আবার পর্দায় ফিরবেন তিনি। আর সেই প্রত্যাবর্তন হতে পারে আগের চেয়ে আরও বেশি বিস্ময়কর।
এসএন