বলিউডের উদীয়মান ফ্যাশন আইকন জাহ্নবী কাপুর আবারও চমকে দিলেন ভক্তদের। ‘পরম সুন্দরী’ সিনেমার প্রচারে অংশ নিতে গিয়ে সম্পূর্ণ কালো পোশাকে হাজির হয়ে নজর কাড়লেন তিনি। আত্মবিশ্বাসে ভরপুর জাহ্নবীর এই লুক অনায়াসেই ‘বস লেডি’ ভাইবস দিচ্ছিল, যা একদিকে যেমন স্টাইলিশ, তেমনি আবার সাহসী ও মার্জিত। পোশাক থেকে মেকআপ, সবকিছুতেই ছিল নিখুঁত মিল, যা জাহ্নবীর ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে তুলেছে।
চলচ্চিত্রটি আগামী ২৯ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে। এরই মধ্যে ‘পরম সুন্দরী’র প্রথম গান ‘পরদেশি’ অনলাইনে ঝড় তুলেছে। ইউটিউবে ইতিমধ্যেই গানটি মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। এই গানের মাধ্যমে যেমন জাহ্নবীর নাচ ও অভিনয় প্রশংসা কুড়াচ্ছে, তেমনি তার ফ্যাশন সেন্স নিয়েও চলছে জোর আলোচনা।
‘পরদেশি’ গানটি ভাইরাল হওয়ার পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের কৌতূহল বেড়েছে বহুগুণ। জাহ্নবী কাপুর শুধু নায়িকা হিসেবেই নয়, স্টাইল আইকন হিসেবেও বলিউডে নিজের অবস্থান বেশ দৃঢ় করেছেন। প্রতিটি ফ্যাশন চয়েসে তিনি যেন জানান দিচ্ছেন, তিনি এখন শুধু স্টার কিড নন, বরং নিজের পরিচয়ে তৈরি করছেন আলাদা জায়গা।
তরুণ প্রজন্মের কাছে জাহ্নবীর স্টাইল অনুপ্রেরণাদায়ক হয়ে উঠছে দিনকে দিন। ফ্যাশন আর অভিনয়, দুই দিকেই যেভাবে নিজেকে তুলে ধরছেন তিনি, তাতে অনেকেই বলছেন, ‘পরম সুন্দরী’ হতে পারে জাহ্নবীর ক্যারিয়ারে নতুন মোড় আনবে।
এমআর