বর্ষার ঘন মেঘে যখন আকাশ ঢাকা, ঠিক তখনই তেলেগু চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী প্রজ্ঞা জয়সওয়াল ফিরিয়ে আনলেন গরমের উত্তাপ, তার নতুন ফটোশুটে। কালো রঙের ওয়ান শোল্ডার মিনিড্রেসে হাজির হয়ে ভক্তদের চোখ ধাঁধিয়ে দিয়েছেন তিনি। এই পোশাকটি যেমন ছিল সরল, তেমনি ছিল নজরকাড়া এবং আবেদনময়। ড্রেসটির গাঢ় বডিস অংশ এবং মিনিমাল কাট একসঙ্গে মিলে সৃষ্টি করেছে নিখুঁত ভারসাম্য, মৃদু অথচ দৃষ্টিনন্দন স্টেটমেন্ট।
ফ্যাশনের সাহসী স্পর্শ আনেন তাঁর ভেজা চুলের স্টাইল। কাঁধ ছুঁয়ে নেমে আসা এলোমেলো ভেজা চুল যেন সরাসরি কোনো সমুদ্রসৈকত থেকে উঠে আসা মুহূর্ত, যা বর্ষার ব্যাকড্রপের সঙ্গে এক অনন্য কনট্রাস্ট সৃষ্টি করেছে। এমন লুকে প্রজ্ঞা যেন বর্ষার আবহেই গ্রীষ্মের আবেদন ফিরিয়ে এনেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ফ্যাশনপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই লুক। প্রশংসার পাশাপাশি ভক্তরা বলছেন, “মৌসুম যাই হোক, প্রজ্ঞা সবসময়ই ফ্যাশনের রানী।”
এটাই প্রথম নয়, এর আগেও প্রজ্ঞা জয়সওয়াল প্রমাণ করেছেন, ফ্যাশন তার জন্য কেবল পোশাকের বিষয় নয়, বরং আত্মপ্রকাশের একটি শক্তিশালী মাধ্যম। বৃষ্টি হোক বা রোদ, ক্যামেরার সামনে তিনি সবসময়ই আত্মবিশ্বাসে ভরপুর।
এমআর