আবারও কোর্টরুমে ফিরছেন দুই জলি, অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি। আর তাদের সঙ্গে ফিরছেন বিচারপতি ত্রিপাঠি! আসন্ন সিনেমা ‘জলি এলএলবি ৩’-এর টিজার প্রকাশ পেতে যাচ্ছে ১২ আগস্ট, যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা।
‘জলি এলএলবি’ সিরিজের তৃতীয় কিস্তিতে পুরনো চেনা মুখগুলোর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ সৃষ্টি করেছে সৌরভ শুক্লার চরিত্র। ‘বিচারপতি ত্রিপাঠি’র ভূমিকায় এবারও তিনি ফিরছেন, তবে এবার তাঁর চেয়ারে বসার পরিস্থিতি আরও জটিল। কারণ একসঙ্গে হাজির হচ্ছেন দুই জলি—দুইজনেই তাদের নিজস্ব যুক্তি, অহংকার আর খুনসুটির ঝুলি নিয়ে।
সূত্র জানিয়েছে, এই কিস্তিতে দেখা যাবে আদালতের ভেতরে এক ভয়াবহ মজার বিশৃঙ্খলা, যেখানে তর্ক, ঝগড়া, খোঁচা ও কৌতুক একসাথে মিশে তৈরি করবে হাসির সুনামি।
এতদিন ধরে দর্শকরা এই মুখোমুখি দৃশ্যের জন্য অপেক্ষায় ছিলেন। দুই পর্বের দুই কেন্দ্রীয় চরিত্রকে একসঙ্গে একই পর্দায় দেখা মানেই দ্বিগুণ উত্তেজনা, দ্বিগুণ বিনোদন। এবার সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে।
‘জলি এলএলবি ৩’-এ যেমন দেখা যাবে সমাজের নানা আইনি সমস্যা নিয়ে হাস্যরসাত্মক কটাক্ষ, তেমনি থাকবে বাস্তব জীবনের সঙ্গে মেলানো বার্তাও। একদিকে গুরুগম্ভীর বিচার, অন্যদিকে আদালতের হাস্যকর আবহ, এই দ্বৈত ধারা নিয়েই তৈরি হচ্ছে ছবিটি।
টিজার প্রকাশের আগে থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ১২ আগস্ট গড়াবে আদালতের ঘণ্টা, আর শুরু হবে দুই জলির মুখোমুখি হাই ভোল্টেজ কোর্টরুম ড্রামা।
এমআর