বুমরাহকে ঘিরে সমালোচনা, পাশে দাঁড়ালেন হার্শা ভোগলে

ভারতের হয়ে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে তিন টেস্টের বেশি খেলবেন না,  এমন সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। ‘ওয়ার্কলোড’ ম্যানেজমেন্টের লক্ষ্যেই সীমিত রাখা হয় জসপ্রিত বুমরাহর অংশগ্রহণ। তবে তার বিপরীতে পুরো সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়ছেন মোহাম্মদ সিরাজ।

বিশেষ করে ওভালে ভারতের জয়ে মুখ্য ভূমিকা নেওয়ার পর অনেকেই বুমরাহর বিশ্রাম নিয়ে প্রশ্ন তুলছেন। সমালোচনার সেই স্রোতের বিপরীতে এবার বুমরাহর পক্ষেই কথা বললেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে, জানালেন, বুমরাহ হতে গেলে কতটা কঠিন পথ পেরোতে হয়, তা সমালোচকেরা বোঝেন না।



তিন টেস্ট খেলা নিশ্চিত থাকলেও কোন কোন ম্যাচ খেলবেন সেটার নিশ্চয়তা ছিল না। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বারংবার নিশ্চিত করা হয় ডানহাতি পেসারের ফিটনেসের অবস্থা ও ম্যাচের গুরুত্ব বিবেচনায় তাকে খেলানো হবে। ইংল্যান্ড সফরে প্রথম টেস্টেই খেলানো হয় বুমরাহকে।

হেডিংলিতে প্রথম ইনিংসেই ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এজবাস্টন টেস্টে অবশ্য খেলানো হয়নি তাকে। এক ম্যাচের বিরতি দিয়ে ফেরানো হয় লর্ডসে।

নিজের ফেরার ম্যাচেই দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৭ উইকেট। যেখানে প্রথম ইনিংসে ভারতীয় পেসারের শিকার ৭৪ রানে ৫ উইকেট। সিরিজে ফিরতে ম্যানচেস্টারে জয়ের বিকল্প ছিল না সফরকারীদের সামনে। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই বুমরাহকে খেলানোর সিদ্ধান্ত নেয় ভারতের টিম ম্যানেজমেন্ট। ড্র করা ম্যাচে ৩৩ ওভারে ১১২ রান খরচায় ২ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই পেসার।

পিঠের পুরোনো চোট থেকে সুরক্ষা ও ভবিষ্যতের ভাবনা মাথায় শেষ টেস্টে খেলানো হয়নি তাকে। তিন টেস্ট খেলে ১৪ উইকেট নিয়েছেন বুমরাহ।

ভারতীয় পেসারদের মধ্যে তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল সিরাজই। ডানহাতি পেসার অবশ্য ইংল্যান্ড সফরের সব ম্যাচেই খেলেছেন। ৯ ইনিংসে নিয়েছেন সিরিজের সবচেয়ে বেশি ২৩ উইকেট। যেখানে ওভাল টেস্ট জিতে ভারতকে সিরিজ ড্র করতে বড় ভূমিকাও রেখেছেন।

সিরাজের এমন পারফরম্যান্সের পর সুনীল গাভাস্কার জানান, ভারতীয় ক্রিকেটে তিনি আর ওয়ার্কলোড বিষয়টি দেখতে চান না। সমালোচকরাও সুযোগ পেয়ে বুমরাহকে ট্রল করতে থাকেন। সবশেষ কয়েকদিনে তাকে ট্রল করা হলেও এসব নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বুমরাহ।

তবে ভারতের ‘ম্যাচ উইনারের’ হয়ে ব্যাট ধরেছেন হার্শা। ভারতের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক যেন বিশ্বাসই করতে পারছেন না।

নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে হার্শা লিখেছেন, ‘সত্যিই? বুমরাহকে আপনারা ট্রল করছেন? আশা করি আপনি তাদের মধ্যে নেই। কিন্তু যদি আপনি থাকেন তাহলে বলতে হবে একজন বুমরাহ হওয়ার জন্য কী সহ্য করতে হয় সেটা সম্পর্কে আপনার কোনো ধারণাও নেই। ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনারকে নিয়ে আপনার কোনো কৃতজ্ঞতা নেই। দেখা যাচ্ছে, প্রায় অন্য যেকোনো বোলারের চেয়ে সে বেশি ওভার বোলিং করেন।’

ইংল্যান্ড সফরে ৫ টেস্টের ৯ ইনিংসে ১৮৫.৩ ওভার বোলিং করেছেন সিরাজ। অর্থাৎ প্রতি ইনিংসে তিনি ২০.৫৯ ওভার বোলিং করেছেন। বিপরীতে তিন টেস্ট খেলা বুমরাহ ৫ ইনিংসে বোলিং করেছেন ১১৯.৪ ওভার। ভারতের তারকা পেসার প্রতি ইনিংসে ২৩.৮৮ ওভার বোলিং করেছেন। যার মানে হচ্ছে প্রতি ইনিংসেই সিরাজের চেয়ে বেশি ওভার বোলিং করেছেন বুমরাহ। এদিকে সিরাজের বাইরে ভারতের পেসারদের মধ্যে কেউই বুমরাহর চেয়ে বেশি ওভার বোলিং করেননি।

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
ছেলেকে নিয়ে ‘নেতিবাচক মন্তব্যে’ অপূর্বর সাবেক স্ত্রীর প্রতিক্রিয়া Aug 08, 2025
img
পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে বিশেষ গ্রাফিতি অঙ্কন Aug 08, 2025
img
চীন সফর বাতিলের ঘোষণা দিল আর্জেন্টিনা ফুটবল দল Aug 08, 2025
img
স্যামসনের রাজস্থান ছাড়ার সিদ্ধান্ত জানাল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ Aug 08, 2025
img
এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর Aug 08, 2025
img
টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মিলল মরদেহ Aug 08, 2025
img
দেশে ফিরতে চান আওয়ামীপন্থি শিল্পী অরুণা বিশ্বাস Aug 08, 2025
img
শুল্ক নিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা নাকচ করলেন ট্রাম্প Aug 08, 2025
img
এশিয়া কাপে মাঠে নামছেন কোন বাংলাদেশি আম্পায়ার? Aug 08, 2025
img
এআই ব্যাবহার করে ছবি বিকৃতি শুধু অনৈতিক না, একেবারে অপরাধ: মেহজাবীন Aug 08, 2025
img
কলকাতায় ‘পার্টি অফিস’ খুলে চলছে আওয়ামী লীগের কার্যক্রম Aug 08, 2025
img
গাড়ি পার্কিংকে কেন্দ্র করে প্রাণ হারালেন হুমা কুরেশির ভাই Aug 08, 2025
img
আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে ঐকমত্য কমিশন Aug 08, 2025
img
ঢাবির ১৮ হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা Aug 08, 2025
img
বৃষ্টিতে সরবরাহ সংকট, নিত্যপণ্যের বাজারে আগুন Aug 08, 2025
img
নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই মুশফিকের রেকর্ড ভাঙলেন ব্রেন্ডন টেইলর Aug 08, 2025
img
নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দিলো আরও এক দেশ Aug 08, 2025
img
করাচিতে আসিমের কনসার্টে হানিয়া, ফের আলোচনায় পুরোনো সম্পর্ক Aug 08, 2025
img
ক্ষুদে মেসির পাশে দাঁড়ালেন তারেক রহমান Aug 08, 2025
img
চবির শিক্ষক হতে যাওয়া দুই প্রার্থীর ডোপ টেস্ট পজিটিভ Aug 08, 2025