‘সাইয়ারা’ মুক্তির পর প্রশংসার পাশাপাশি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন আহান পান্ডে এবং অনীত পাড্ডা জুটি। দর্শকের কাছ থেকে অভুতপূর্ব সাড়া পাওয়ার উচ্ছ্বসিত এর নায়িকা।
সোশ্যালে এক পোস্টে তার কিছু ছবি শেয়ার করে ভক্তদের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন। অনীত লিখেছেন, ‘আমি শুধু এটাই বলতে চাই যে, আমি আপনাদের সবাইকে ভালোবাসি।
আমি আপনাদের সবাইকে চিনি না, কিন্তু এটা জানি, আমি আপনাদের খুব ভালোবাসি। এই সব ভালোবাসা যা আপনারা আমাকে এত উদারভাবে দিয়েছেন, আমি জানি না তা কীভাবে আপনাদের ফিরিয়ে দেব।’
অনীত আরো লিখেছেন, ‘তবে আমি এখন ভয়ও পাচ্ছি। ভয় পাচ্ছি যে আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারব কিনা।
কিন্তু আমার যা কিছু আছে, এমনকী আমার ছোট্ট টুকরোটাও, আমি উৎসর্গ করে দেব। যদি তা আপনাদের হাসায় বা কাঁদায় অথবা আপনাকে কিছু মনে করিয়ে দেয়, তাহলে হয়তো সে জন্যই আমি এখানে আছি এবং আমি চেষ্টা করে যাব। আমি হয়তো পারফেক্ট নই, কিন্তু আমার যা কিছু আছে তা নিয়ে আমি আছি কারণ আমি আপনাদের ভালোবাসি।’
অনীতের এই পোস্টে দেখে ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
অনেকেই মন্তব্য করছেন। একজন লিখেছেন যে, ‘আপনার কথাগুলো মন ছুঁয়ে গেছে। আপনি যেভাবে আপনার অনুভূতিগুলো ভাগ করে নিয়েছেন তা খুবই সুন্দর। আপনার অনুরাগীদের এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’
কাজের সূত্রে এরপর অনীতকে ‘নয়য়’ ছবিতে দেখা যাবে।
কোর্ট রুম ড্রামার এই ছবিটির শুটিং গত বছর হয়েছিল।
পিএ/এসএন