ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। লাক্স সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পা রাখেন শোবিজ পাড়ায়। কিন্তু অনেকেই জানেন না, প্রিয় এ তারকার আসল নাম মেহজাবীন নয়। তাহলে কী, সে উত্তর ভক্তদের নিজেই দিয়েছেন এ অভিনেত্রী।
সম্প্রতি একটি বেসরকারী টিভি চ্যানেলের বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন মেহজাবীন।
সেখানে নিজের প্রকৃত নাম ফাঁস করেন তিনি। বলেন, সবাই আমাকে মেহজাবীন বলেন। কিন্তু আমার নামের উচ্চারন কিন্তু মেহজাবীন নয়, এর উচ্চারনটা একটু অন্যরকম। এটা হলো মেহজাবী। ‘ন’ কিন্তু আমার নামে উচ্চারন হয় না।
মেহজাবীন আরও বলেন, কোনো কারণে হয়তো আমি সবাইকে বুঝাতে পারিনি কিংবা কেউ আমার নামটা উচ্চারন করতে পারেনি। তখন আমার মনে হয়েছিল, এটা নিয়ে আসলে এটা টানাটানি কিংবা বারবার বোঝানোর কিছু নেই। যেটা সবাই ভালোবেসে ডাকছে সেটাই থাকুক।
আলাপচারিতায় মেহজাবীন জানান, তার পরিবার তাকে মেহজাবীন বলে ডাকে না।
এরপরই নিজের প্রকৃত নাম ভক্তদের কাছে প্রকাশ করেন মেহজাবীন বলেন, আমার পরিবার আমাকে ‘জেনিফার’ বলে ডাকে। আমার আত্মীয়-স্বজনরাও আমাকে ‘জেনিফার’ বলে ডাকে। কেউ আসলে ‘মেহজাবীন’ বলে ডাকে না। আর আমার বন্ধুরা ‘জেনিফার’ নামটাকে আরও সংক্ষিপ্ত করে ‘জেনি’ বলে ডাকে। আর আমার ভক্তরা আমাকে ভালোবেসে ‘মেহু’ ডাকে। আমি তাদের দেয়া ভালোবাসার নাম সত্যি ভালোবাসি।
এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে মেহজাবীন কাজ করেছেন নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ, সিনেমাসহ বিভিন্ন মাধ্যমে। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেই নির্মাতা আদনান আল রাজীবকে ভালোবেসে বিয়ে করে সুখের সংসার শুরু করেন এ সেলিব্রেটি।
কেএন/টিকে